নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল। এদিন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এর পাশাপাশি একটি পদযাত্রা আয়োজন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য আইনুল হক, চটহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ রায়, ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ সাধারণ মানুষকে বিনা মূল্যে পরিষেবা দিতে কোচবিহারে দু’দিনের স্বাস্থ্য মেলা
গৌতম দেব জানিয়েছেন এদিন বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি স্কুলকে আগামীতে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584