নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণে আজ পালিত হলো ঐতিহাসিক ‘হুল’ দিবস।হুল দিবসে খড়্গপুর-১নং ব্লকের ঘাগরা পাথরীতে অনুষ্ঠিত হলো “স্মরনে শপথে” হুল দিবস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত চক্রবর্ত্তী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণের প্রাক্তন বিধায়ক নাজমূল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী কমল পলমল ,ডাঃ সুদীপ্ত সরকার,খড়্গপুর -১ ব্লকের আদিবাসী অধিকার মঞ্চের সম্পাদক রাম মানকী,হুল দিবস উদযাপন কমিটির সম্পাদক সন্টু রঞ্জন দে প্রমুখ।শুরুতে আদিবাসী রীতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
আরও পড়ুন: কেশিয়াড়ীতে ‘হুল’ দিবস পালন
এরপর মঞ্চে গণ সংগীত পরিবেশন করেন ভারতীয় গননাট্য সংঘের খড়্গপুর প্রেমবাজারের “গণ জাগরন কন্ঠ” শাখা।এছাড়াও প্রথম পর্বে পতাকা উত্তোলন ও সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।পরে শিশু কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়।
এতে শতাধিক ক্ষুদে খেলোয়াড় অংশ নেয়।শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলেদেন উপস্থিত অতিথিগন।অনুষ্ঠানটি সুন্দর ভাবে সফল করে তোলার জন্য উপস্থিত সকলকেই ধন্যবাদ জানান সভাপতি রঞ্জিত বাবু।সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন অর্ণব বেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584