মনিরুল হক, কোচবিহারঃ
বিশ্ব নারী দিবস পালিত হল কোচবিহার জেলা জুড়ে। রবিবার বিভিন্ন মহিলা সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়।

এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরে একটি মিছিল সংগঠিত করা হয়। এইদিন তৃণমূলের মহিলা কর্মীরা মাথায় হাঁড়ি নিয়ে ভাত চাই দাবীতে সরব হন।
তাঁদের অভিযোগ কেন্দ্রীয় সরকার দ্রব্য মূল্য বৃদ্ধি রদ না করে মানুষ কে খাদ্য থেকে বঞ্চিত করছে। তাই আমরা চাই দু বেলা দু মুঠো ভাত। একই সাথে নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর-এর দাবিও ওঠে।
আরও পড়ুনঃ এবার বদলি ২০০২ নারোদা গাম দাঙ্গা মামলার বিচারক
মহিলা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভা নেত্রী শুচিস্মিতা দেব শর্মা বলেন, দেশে বিভাজনের রাজনীতি তৈরি করে এক অস্থির পরিবেশের জন্ম দিয়েছে কেন্দ্রীয় সরকার। মানুষ দু বেলা খাদ্য চায়, অথচ এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাঁদের।
তাই নারী দিবসে আমরা চাই নারীর অধিকার। তার অভিযোগ কেন্দ্রীয় সরকারের উজলা, বেটি বাচাও, বেটি পড়াও প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ এদেশে। অথচ এ রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প গুলি নারীদের দিশা দেখিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584