সর্বশিক্ষা মিশনের উদ্যোগে নির্মল বাংলা উদযাপন

0
305

সীমা পুরকাইত,দক্ষিন ২৪পরগনাঃ

শৃঙ্খলার পাশাপাশি পরিস্কার পরিচ্ছনতা গড়তে এবার স্কুল পড়ুয়াদের নিয়ে উদ্দ্যোগ নিল জেলার সর্বশিক্ষা মিশন। জেলা প্রশাসনের উদ্দ্যোগে পালিত হল জেলা নির্মল বাংলা কর্মসূচি । দক্ষিন ২৪ পরগনার মগরাহাট ২ নং ব্লকের রাধানগর বি এন এম ইনস্টিটিউশাসন উচ্চ বিদ্যালয়ের সহযোগে পালিত হয় নির্মল বাংলা অভিযান।

নিজস্ব চিত্র

মগরাহাট ২নং ব্লকের দুটি অবৈতকি বিদ্যালয়ের পাশাপাশি ছটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তিন হাজার পড়ুয়া ও ৪০জন শিক্ষক অশিক্ষক অংশ নেন এই কর্মযোগ্যে । জেলার প্রতিটি স্কুলে কর্মসূচির পরিকল্পনা সর্বশিক্ষা মিশনের। ইতিমধ্যে ৩১০টি স্কুল অংশ নিয়েছে নির্মল বাংলা অভিযানে। খাওয়ার আগে হাত ভালো করে ধোয়ার পাশাপাশি এলাকায় প্লাস্টিক বর্জন করা । আনাচে কানাচে জল জমতে না দেওয়া। সৌচাগার নির্মানকরা । যেখানে সেখানে মলত্যাগ না করা। ২০১৩ সালে শুরু হয় জেলার সর্বশিক্ষা মিশনের নির্মল বাংলা অভিযান। তিন বছরে স্কুল পড়ুয়াদের প্রশিক্ষনের মধ্যে দিয়ে এলাকায় এলাকায় পরিচ্ছনতা শিবির করা হয় । নিকাশি ও পরিস্কার করা কোথাও ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং ছড়ান কর্মসূচি। আর্বজনাময় পুকুর পরিচ্ছন্নতায় হাত লাগান পড়ুয়ারা । জেলা প্রশাসন আধিকারিকদের পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষক অশিক্ষকদের নিয়ে শুক্রবার এলাকা সচেতনতা শিবির করা হয় ।পূর্ব মগরাহাট অঞ্চলের রাধানগর ,ধনুরহাট এলাকা পরিদর্শন করেন তিন হাজার পড়ুয়ারা । রালির মধ্যে দিয়ে পড়ুয়াদের সঙ্গে পা মেলান শিক্ষক অশিক্ষকেরা ।

নিজস্ব চিত্র

একটা সময় প্রত্যন্ত রাধানগর ও ধনুরহাট দুই গ্রাম ছিল অপরিষ্কার । দৃশ্যদূষন ও দূষনে অতিষ্ট হতেন এলাকাবাসি । আজ নির্মল বাংলা অভিযানে বদলেছে গ্রামের হালহকিকত , দাবি র্সবশিক্ষা মিশনের সদস্য অরফে সহ রাধানগর বিএনএম ইনস্টিটিউটের সহ প্রধান শিক্ষক অজিৎ নায়েকের । স্কুলের প্রশিক্ষন দিয়ে এলাকায় সচেতনতা করে সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার নেন তিনি। শিক্ষকদের মতো এই অভিনব প্রয়াসে সাথে ছিল স্কুল পড়ুয়ারা।

আরও পড়ুনঃ রাজ্য লোকনৃত্যে তৃতীয় ঢাকঢোল উচ্চবিদ্যালয়

শুধু স্কুল নয় চলার পথে সচেতন করেন । বাড়িতেই এই কর্মকান্ডে জড়িত আছেন অনেকে । বিশেষ করে সৌচাগারের উপর, দাবি স্কুল শিক্ষিকার । মিছিলে পা মেলান পড়ুয়াদের সঙ্গে গ্রামের প্রবীন নবীনেরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here