নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
রবিবার গোটা দেশের সাথে মালদহ জেলা বিজেপির পক্ষ থেকে পালিত হল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭ তম মৃত্যু দিবস।
এদিন সকালে জেলা বিজেপির পক্ষ থেকে শহরের পোষ্ট অফিস মোড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করা হয়।উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র, মহিলা মোর্চার সভাপতি তন্দ্রা পাল সহ জেলা বিজেপির একাধিক নেতা কর্মীরা।
উপস্থিত সকলে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এছাড়াও তাঁর স্মৃতি চারণ করেন উপস্থিত নেতারা।পাশাপাশি এদিন জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ প্রয়াত ‘ঝুমুর সম্রাট’ বিজয় মাহাতো
হব্বিপুর ব্লক বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে স্থানীয় বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।এছাড়াও জেলা বিজেপির পক্ষ থেকে শহরের পোষ্ট অফিস মোড়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় বিজেপির পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584