নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে করম পুজা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়ায়।সোমবার সন্ধ্যায় ঘাকসাপাড়া কুরুখ সেওয়া সংস্থার ব্যবস্থাপনায় করম পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার),প্রাক্তন সাংসদ দশরথ তির্কি, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিপ্লব নার্জিনারি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

এদিনের অনুষ্ঠান মঞ্চে কুরুখ ভাষায় গান গেয়ে এবং নেচে উপস্থিত দর্শকদের মন জয় করেন প্রাক্তন সাংসদ দশরথ তির্কি এমনই ভিডিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায় ।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে তাদের ওই উৎসব ৪র্থ বর্ষ।অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের করম পুজোর শুভেচ্ছা জানান সভাধিপতি শীলা দাস সরকার।
আরও পড়ুন: করমপুজো ঘিরে উদ্দীপনা বীরপাড়ায়

অন্যদিকে কুমারগ্রাম দুয়ার চা বাগানে পালিত হল করম উৎসব এদিন করম পুজোয় নাচে গানে মেতে ওঠেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ নাচে গানে তাল মেলান কুমারগ্রাম বাগানের ম্যানেজার।রাতভর চলে অনুষ্ঠান।
এলাকার বাসিন্দা বিনোদ মিনজ জানান,”আদিবাসী সম্প্রদায়ের এই করম পুজা পরমপরা থেকে মেনে করা হচ্ছে।পুজোতে কুমারী মেয়েরা উপোশ করে।সবাই যেন ভালো থাকে এই বার্তাকে সামনে রেখেই পুজো সম্পূর্ণ করে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584