বেলদাতে গ্রন্থাগার দিবস উদযাপন

0
95

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের এবং রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ষষ্ঠ সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন ২০১৯ আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের বেলদাতে।

celebrate the library day | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার পশ্চিম মেদিনীপুরের স্থানীয় গ্রন্থাগারকর্মী বৃন্দদের সহযোগিতায় বেলদার বিরজাচরণ রুরাল লাইব্রেরীতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

প্রসঙ্গত বর্তমান পশ্চিমবঙ্গের সরকারিভাবে প্রতিষ্ঠিত লাইব্রেরি গুলির পরিকাঠামো থেকে শুরু করে, কর্মী নিয়োগ এবং পরিষেবার দুরবস্থা চোখে পড়ার মতো।নতুন করে গ্রন্থাগার গুলিকে কোন কর্মী নিয়োগ না হওয়ায় কোথাও কোথাও কর্মীর অভাবে লাইব্রেরিগুলি বন্ধ হওয়ার মুখে।

celebrate the library day | newsfront.co
অনুষ্ঠান মঞ্চ।নিজস্ব চিত্র

আবার একজন কর্মীর দ্বারা একাধিক লাইব্রেরি পরিচালিত হচ্ছে।ফলে লাইব্রেরির পরিষেবা ও বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন সচেতন পাঠকরাই।

এই দুরবস্থা গুলিকে কিভাবে কাটানো যায়,নতুন করে কর্মী নিয়োগের ব্যবস্থা কিভাবে করা যেতে পারে,পরিকাঠামো আরও কত উন্নত করা যায়,লাইব্রেরিগুলোতে পাঠকের সংখ্যা বৃদ্ধি,লাইব্রেরিয়ানদের সঙ্গে পাঠকের সঙ্গে সংযোগ তৈরি করা।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলায় গ্রন্থাগার দিবস উদযাপন

লাইব্রেরী গুলিতে যে সকল পরিকাঠামো এবং অন্যান্য দিকে উন্নতি করার প্রয়োজন সৈই বিষয় গুলি সরকারের দৃষ্টি নিক্ষেপ কিভাবে করা যায় প্রভৃতি বিষয়ে উক্ত সম্মেলনে আলোচিত হয়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট অনুগল্প লেখক অসিত বরণ বেরা ,বেলদা বিরজাচরণ রুরাল লাইব্রেরীর-লাইব্রেরিয়ান রুমা বেরা,সহকারি লাইব্রেরিয়ান চয়ন মাইতি ,এছাড়াও বিশিষ্ট অতিথি হিসাবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র মন্ডল,শক্তিপদ রায় ,শংকরী গিরি সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here