এসইউসিআই -এর জেলা প্রতিবাদ দিবস পালন মেদিনীপুরে

0
105

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

celebrate the protest day of suci | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়ে ফুলিয়া গ্রামে মহামানব বিদ্যাসাগরের প্রাক দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন সংক্রান্ত এসইউসিআই -এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।অভিযোগ এই সভায় অতর্কিতে আক্রমন হানে বিজেপি।বিজেপি দুষ্কৃতী বাহিনীর নৃশংস আক্রমণে এসইউসিআই কর্মী সহ অনেক গ্রামবাসী আহত হয়।

celebrate the protest day of suci
নিজস্ব চিত্র

আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকে ‘জেলা প্রতিবাদ দিবস ‘ পালিত হয়। বেলদাতে জেলা সম্পাদক নারায়ণ অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও থানায় ডেপুটেশন হয়।মেদিনীপুরে জেলা শাসক পুলিশ সুপার র নিকট ডেপুটেশন ও ক্ষুদিরাম মোড়ে বিক্ষোভ সভা হয়। বিদ্যাসাগর মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা করে প্রতিবাদ মিছিল করা হয়।

আরও পড়ুনঃ নুন্যতম মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত

celebrate the protest day of suci
নিজস্ব চিত্র
celebrate the protest day of suci
নিজস্ব চিত্র

এইদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই জেলা কমিটির সদস্য দীপক পাত্র, ডি ওয়াই ও – র জেলা সভানেত্রী কম.অনিন্দিতা জানা ,জেলা সম্পাদিকা কম.ঝর্ণা জানা প্রমুখ।জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন, “যুক্তি সত্য ন্যায়কে লুঠবাজ সাম্প্রদায়িক বিজেপি ভয় পায় বলেই নবজাগরণের পথিকৃৎ মহামানব বিদ্যাসাগরের চর্চাকে আতঙ্কের চোখে দেখে।

তাই ইতিপূর্বে কলকাতায় অমিত শাহ’র নেতৃত্বে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে,ও গতকাল বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুর জেলাতেও এই কলঙ্ক জনক ঘটনা ঘটালো।আশার আলো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনার বিরূদ্ধে সোচ্চার হচ্ছেন ।গতকালও এই ঠেঙারে বাহিনীকে প্রতিরোধ করেছেন এলাকার মা বোনেরা।আমরা এই ক্রিমিনালদের দ্রুত শাস্তির দাবি করছি , বিদ্যাসাগরের জেলায় সুস্থ পরিবেশ বজায় রাখা ও যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসাগরের জন্মের দ্বি শতবর্ষ পালনের আহবান জানাচ্ছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here