নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে আজ জেলা পরিষদ হলে শিক্ষক দিবস ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ হলে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুলের বাইরে শিক্ষক দিবস পালন
এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্য সভার সাংসদ মানস ভুঁইয়া,জেলাশাসক রেশমি কোমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি,বিধায়ক শিউলি সাহা,গীতারানী ভুঁইয়া,আশিষ চক্রবর্তী,কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র,মামনি মান্ডি,অমূল্য মাইতি,সাক্ষরতা ও রোগ প্রতিষেধ সমিতির আধিকারিক দীপ ভাদুড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সর্বপল্লী রাধাকৃষ্ণানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন।
আলোচনা সভায় জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহন করেন। পরে জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান মন্ত্রী নিজেও,পাশাপাশি বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদেরও পুরষ্কার প্রদান করা হয়।সব শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584