সহকর্মীদের সুরক্ষায় এমআরবাঙুরে ১৭৫ টি ‘ফেস শিল্ড’ বিতরণ চিকিৎসকের

0
26

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই এমআরবাঙুরে পিপিই সহ একাধিক সুরক্ষা সরঞ্জাম সরকারি তরফে পাঠানো হয়েছে। কিন্তু সেই সুরক্ষা সরঞ্জামের মান নিয়ে বিভিন্ন হাসপাতালের মতো অভিযোগ উঠেছে এমআরবাঙুরেও।

Face shield | newsfront.co
নিজস্ব চিত্র

এই অবস্থাতেই করোনাভাইরাস সংক্রমণ থেকে সহকর্মী চিকিৎসকদের সুরক্ষিত রাখতে এম আর বাঙুর হাসপাতালে ১৭৫টি ‘ফেস শিল্ড’ বিতরণ করলেন সরকারি চিকিৎসক মাখনলাল সাহা। একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ নিজের উদ্যোগে এই ফেস শিল্ড কিনে তিনি বিতরণ করেন।

আরও পড়ুনঃ নিয়মভঙ্গের দৃষ্টান্ত নিজেই! আদালতের নির্দেশে পুলিশের সাথে সচেতনতা প্রচারে আইনভঙ্গকারী

এসএসকেএমের ওই শল্য চিকিৎসক জানান, এখন যে পিপিই দেওয়া হচ্ছে, তাতে মাথার টুপির সঙ্গে চশমা থাকলেও কিন্তু মুখের কিছুটা অংশ অনাবৃত থেকে যাচ্ছে। ফলে আচমকা রোগী হাঁচলে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে চিকিৎসকদের। অক্সিজেনের নল লাগানো বা ট্রাকিয়োস্টোমি করার সময়ে রোগী হাঁচলে চিকিৎসকের সমস্যা হতে পারে।

এই পরিস্থিতিতে একটি হেলমেট প্রস্তুতকারক সংস্থা এই বাজারে এই ধরনের ফেস শিল্ড তৈরি করছে বলে মাখনলাল বাবু খবর পান। খতিয়ে দেখেন, এই ধরনের ফেস শিল্ড চিকিৎসকদ্র জন্য অনেক সুরক্ষিত। এরপরেই ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে এসএসকেএমের শিশু শল্য চিকিৎসক ঋষভ দেব মিত্র, বাগবাজারের একটি নার্সিংহোম এবং আত্মীয়দের সহায়তায় ফেস শিল্ডগুলি কিনে ফেলেন।

এম আর বাঙুরের সুপার শিশির নস্করের উপস্থিতিতে সেগুলি চিকিৎসকদের দেওয়া হয়। চিকিৎসকরা এই ধরনের উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছেন বলে দাবি মাখনলালবাবুর। প্রয়োজনে ফের এ ধরনের ফেস শিল্ড বিতরণ করবেন বলে জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here