মনিরুল হক, কোচবিহারঃ
বিদ্যাসাগরে ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোচবিহার সদর মহকুমা স্তরে সংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়।বিভিন্ন বিভাগের প্রায় হাজার খানেক পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয়।কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে আবৃতি, নৃত্য, অঙ্কন, কুইজ, শ্রুতি নাতক সহ বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতা হয়।এখানকার সফল প্রতিযোগীরা জেলার স্তরের প্রতিযোগীতার অংশ নেবে বলে জানান, দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি সম্পাদক সজল কুমার দে।
তিনি বলেন, আগামী ৮ মার্চ জেলা স্তরে এই প্রতিযোগিতা হবে। সেখান কার সফল প্রতিযোগীরা রাজ্য স্তরে যাবে।আগামী এপ্রিল মাসে হবে রাজ্য স্তরে প্রতিযোগিতা।
বিদ্যাসাগরের ২০০ বছর উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে যার সূচনা হয় গত ২৬ সেপ্টেম্বর।আগামী দিনে বিদ্যালয় গুলিতে বিদ্যাসাগরের বিভিন্ন দিক নিয়ে সেমিনার হবে বলে জানান সজল বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584