ইংরেজবাজারে ২২তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন

0
67

হরষিত সিং, মালদহঃ
২২তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন, ইংরেজবাজার ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে, কাজি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্ডিপুর গ্রামে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ঋত্বিক হাজরা, জেলা পরিষদের সদস্যা প্রতিভা সিং, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা ঘোষ, সদস্যা ছায়া মন্ডল, কাজি গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ চৌধুরী সহ অন্যান্য প্রতিনিধিরা।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা। ছবিঃ অভিষেক দাস

এই অনুষ্ঠানে মাধ্যমে গ্রাম থেকে আগত গরু ,ছাগল, হাঁস মুরগি সহ বিভিন্ন পশুদের সুস্থতার জন্য ভ্যাকসিন দিয়ে ওষুধ দেওয়া হয়। এছাড়া চাষীদের হাতে উন্নতমানের ঘাসের বীজ তুলে দেওয়া হয়।এছাড়া গৃহ পালিত পশু পালন করে অর্থনৈতিক উন্নতি করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে,চাষীদের উৎসাহ বাড়াতে গরু প্রদর্শনী ও প্রতিযোগিতা করা হয়। দুই বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে।
দপ্তরের আধিকারিক ঋত্বিক হাজরা জানান, পশু পালন করে সামাজিকভাবে চাষীদের অর্থনৈতিক উন্নতি ঘটানোই তাদের মূল লক্ষ্য।আর সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গবাদি পশুপালক দের সাহায্য প্রদান। ছবিঃ অভিষেক দাস

এক চাষী প্রহ্লাদ মন্ডল জানান, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, যেভাবে সরকার তাদের পাশে এসে দাঁড়িয়ে প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে ভ্যাকসিন ওষুধ দিয়ে সহযোগিতা করেছে, বিগত সরকারের আমলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বলে অর্থনৈতিক অবস্থা পিছিয়ে ছিল। বর্তমান সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এই ধরনের উদ্যোগে তারা অত্যন্ত খুশি। তাই মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক প্রতিনিধি সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here