শ্যামল রায়,নদীয়াঃ
প্রখ্যাত কবি ও সাংবাদিক মদনমোহন তর্কালঙ্কারের জন্মদিন পালিত হলো।নদীয়া জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মদনমোহন তর্কালঙ্কারের ২০৩ বছর জন্মদিনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল এলাকায়।
এলাকার মানুষের দাবী সরকারি উদ্যোগের মধ্যে দিয়ে নদীয়া জেলার প্রখ্যাত কবি সাংবাদিক মদনমোহন তর্কালঙ্কারের জন্মদিন পালিত হোক রাজ্য জুড়ে।জানা গিয়েছে যে নদীয়া জেলার নাকাশিপাড়া এলাকার বিল্লগ্রাম এ কবি জন্মগ্রহণ করেছিলেন।তিন দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়ে চলছে এলাকায়।মদনমোহন তর্কালঙ্কার স্মৃতিরক্ষা কমিটি আয়োজিত এই ধরনের উদ্যোগে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।নদীয়া জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক দীপান্বিতা মন্ডল জানিয়েছেন যে আগামী বছর থেকে এই জন্মদিন সরকারি ভাবে পালন এবং শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি করতে পারব।
এদিন কবি জন্মভিটে তার স্মৃতিসৌধে ফুল দিয়ে সাজানো হয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানান ধরনের অনুষ্ঠান ছিল।উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক কল্লোল খাঁ সহ অনেকেই।পাখি সব করে রব..কাননে কুসুম কলি সকলি ফুটিল কবিতাটি পড়েননি এমন বাঙালির দেখা মেলা ভার তবে এই কবিতার লেখক কে এলাকার অনেকের কাছে আজও অজানা তাই এত গুলো বছর পেরিয়ে গেলেও আজও অবহেলিত গ্রাম মদনমোহন তর্কালঙ্কারের পর্যটন কেন্দ্র এবং সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হোক।
আরও পড়ুনঃ দুমুঠায় বিএসএফের সমাজ সেবামূলক কার্যকলাপে খুশি এলাকাবাসী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584