নকশি কাঁথার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

0
100

শ্যামল রায়,কলকাতাঃ

Celebrating International Mother Language Day
নিজস্ব চিত্র

তিনদিন ধরে স্বেচ্ছাসেবী সংগঠন নকশিকাঁথা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যাদবপুর বিজয়গড় বিদ্যাপীঠ সেমিনার হল ঘরে। নকশি কাঁথার ১৬ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বসে আঁকো,স্বাস্থ্য শিবির,শিক্ষা বিষয়ক আলোচনা,মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ, সাহিত্য সভা, আবৃত্তি প্রতিযোগিতা নাচ ও সঙ্গীত অনুষ্ঠিত হলো তিন দিন ধরে।আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ ভাষাবিদ পবিত্র সরকার।

Celebrating International Mother Language Day 2
নিজস্ব চিত্র

এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরজিত সেনগুপ্ত,সঙ্গীতা বল,নরেন্দ্র মিত্র,রুদ্র প্রসাদ চক্রবর্তী,স্বরূপ প্রসাদ ঘোষ,দেবাশীষ কুমার, সাবিত্রী চ্যাটার্জি ,সাইফুল আলম পানু এছাড়াও নকশী কাঁথার সভাপতি সজল কান্তি দাস গুপ্ত,কার্যকারী সভাপতি বিকাশ দত্ত,প্রণব নন্দী ও সাধারণ সম্পাদক তুষার দীপঙ্কর দাস গুপ্ত,অপু সাহা, রানা মুখার্জি, রেখা দে ,তৃষ্ণা দে প্রমুখ উপস্থিত ছিলেন।চিকিৎসা শিবির পরিচালনা করেন দুই বিশেষজ্ঞ,চিকিৎসক স্বপন কুমার দে ও সলিল চৌধুরী।

বিজয়গর বিদ্যাপীঠ সেমিনার হল ঘরে অনুষ্ঠিত সাহিত্য সভায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেড় শতাধিক কবি উপস্থিত হয়েছিলেন।কবি সম্মেলন এর আহ্বায়ক ছিলেন শ্যামল রায় ও সোমা রায়।
কবি সম্মেলনে কবিতা পাঠ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।কাব্যগ্রন্থ এবং কবিতার জগতে অবাধ বিচরণের জন্য সংবর্ধিত হয়েছেন কবি সাহিত্যিক অমিতাভ চ্যাটার্জি কবি সাহিত্যিক মধুসূদন দেবনাথ,কবি সাহিত্যিক আব্দুল কুদ্দুস মল্লিক ও শিব শংকর বকশি ও কবি ও বাচিক শিল্পী শর্মিলা মাজী,ফণিভূষণ হালদার।
উল্লেখযোগ্য কবিদের মধ্যে সুনীল মুখোপাধ্যায়, কল্যাণী মন্ডল, পলি ঘোষ,রাখি চক্রবর্তী,লোপামুদ্রা মুখার্জি,সন্ধ্যা রং,কিউটি বসু, নীতা সেনগুপ্ত,জয়া ঘটক,নদের চাঁদ হাজরা, সৌরজিৎ দাস,বিশ্বনাথ প্রামানিক, উজ্জ্বল বন্দোপাধ্যায় ,সজল বন্দ্যোপাধ্যায়,সুমঙ্গল দে, মিল্টন প্রামানিক,কাজী শাহিদা,পলাশ দাশ, অমর কুমার দাস,জয়দেব মান্না কুমারেশ,পার্থ সেনগুপ্ত,জয়দেব মণ্ডল,জয়ন্তি সরেন,সূর্য শিখা দাস,শিউলি সরকার, বিক্রম কুমার দত্ত, শংকর ঘোষ।ছিলেন হরেন্দ্র নাথ গোস্বামী শিবব্রত বসু বর্ণালী চৌধুরী মধুমিতা ভট্টাচার্য দীপান্বিতা হক বটকৃষ্ণ হালদার নব কুমার সরকার আশুতোষ রায় সৌমিত্র অমিতাভর শ্রাবণী ঘোষ সুপ্রিয়া ঘোষ রবীন্দ্রনাথ হালদার মৌসুমী মন্ডল মিতা ঘোষ দেবদত্ত অশোক কুমার চক্রবর্তী তাপসী ভট্টাচার্য্য প্রভাতী গাঙ্গুলী শচী দুলাল পাল জয়দীপ ভট্টাচার্য বিশ্বনাথ প্রামানিক মধুমিতা ঘোষ দেবলীনা রায় মনিকা রায় উজ্জ্বল বসু রনিতা মল্লিক মনীষা দে ছবি অর্পিতা পাল শুভ প্রমূখ।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
কবিদের জন্য আগামী দিন একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন।কবি লেখকদের সংঘটিত করে আগামী দিন বাংলার রাইটার্স ফোরাম কবিদের জন্য বিভিন্ন ধরনের বিষয় ভিত্তিক দাবি সম্বলিত আলোচনার মধ্যে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বলেও সাধারণ সম্পাদক সময় জানিয়ে দিয়েছেন কবিতা উৎসবে।
অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং তিন দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে সকলের উপস্থিতি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নকশি কাঁথার সাধারণ সম্পাদক তুষার দে  ও তৃষ্ণা দে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here