আদালত কর্মচারীদের উপর আক্রমনের প্রতিবাদ কালা দিবস পালন

0
196

শ্যামল রায়,কালনাঃ

Celebrating Kala Diwas for attack court employees
নিজস্ব চিত্র

বুধবার কালনা মহকুমা আদালতের কর্মচারীরা কালা দিবস পালন করল আদালত চত্বরে।এই কালা দিবসকে নৈতিক সমর্থন জানালো আদালতের আইনজীবীরা।প্রসঙ্গত উল্লেখ যে,উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালতে বিচারকের নেতৃত্বে আদালতের কর্মচারীদের উপর পুলিশের অত্যাচার সংঘটিত হয়।

কালনা মহকুমা আদালতের কর্মচারীদের দাবি ওই আদালতে কর্মচারীদের উপর যে সমস্ত পুলিশ অত্যাচার চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এদিন দুপুর বেলা আদালতের কর্মচারীরা ধিক্কার মিছিল সহকারে কালা দিবস পালন করল কালনা মহকুমা আদালতে।কর্মচারী ইউনিয়নের সম্পাদক চন্দন কুমার দে সভাপতি সাগর অধিকারী এবং আদালত কর্মচারী ইউনিয়নের পক্ষে  শ্যামল মন্ডল সহ একাধিক কর্মচারী উপস্থিত ছিলেন এই মিছিলে।

আরও পড়ুনঃ পুলিশ-আদালত কর্মীদের মারপিটে উত্তপ্ত জেলা আদালত

এই মিছিলকে নৈতিক সমর্থন জানিয়েছেন কালনা বার অ্যাসোসিয়েশন পরিচালন কমিটির সদস্য পার্থ সারথি কর।তিনি জানিয়েছেন যে,যে ধরনের ঘটনা উত্তর দিনাজপুর আদালতের রায়গঞ্জে ঘটেছে একে ধিক্কার জানাতে হয়।কর্মচারীদের উপর যে অত্যাচার পুলিশ করেছে অবিলম্বে গ্রেপ্তারের দাবী করছি আমরাও।আন্দোলনকারীদের পক্ষে নৈতিক সমর্থন রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here