সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
শ্রীরামকৃষ্ণদেবের ১৮৫ তম জন্মতিথি পালন হচ্ছে পূর্ব বর্ধমানের মানকর পূর্ণানন্দ মাতৃ সেবাশ্রমে।

আশ্রম সূত্রে জানা যায় সকালে মঙ্গল আরতির মধ্যে দিয়ে জন্মতিথি উৎসবের সূচনা হয়েছে। প্রতি বছরের মত এবারেও প্রভাতফেরীর আয়োজন করা হয়। দুপুরে বহু মানুষ প্রসাদ পান আশ্রমে।

আশ্রম বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত প্রাসঙ্গিক দক্ষিণেশ্বরের তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দকে তিনি বলেছিলেন, সকল জীবই ঈশ্বরের প্রতিভূ, তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়।

আরও পড়ুনঃ ফালাকাটায় জটেশ্বরের মেলা ঘিরে উন্মাদনা
শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবনে তিনি যে আদর্শের কথা বলেছেন তা পালন করে গেছেন। তাঁর উপদেশ নিয়ে চললে মানবসভ্যতা সুন্দর ও শান্তিপূর্ণ হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584