নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তির শিলান্যাস করা হলো।মহান ব্যক্তি বি আর আম্বেদকরের ২২৯ তম জন্মদিবস উদযাপন করে মনিষী পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির পাশেই আলিপুরদুয়ার নিউটাউনে ম্যাকউইলিয়াম হাইস্কুলের উল্টোদিকে এই আবক্ষ মূর্তির শিলান্যাস হয়।
আলিপুরদুয়ার এস সি,এস টি ও বি সি ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই আবক্ষ মূর্তির শিলান্যাস হয়।এছাড়া এদিন মহা সমারোহে বি আর আম্বেদকরের ১২৮ তম জন্মজয়ন্তী উপযাপন করা হয় এদিন।বি আর আম্বেদরের মূর্তিতে মাল্যদানও করেন বিশিষ্ট জনেরা।দিন ভর সংগঠনের অফিসে নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলিপুরদুয়ার এস সি এস টি ও বি সি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সভাপতি ডঃ গুরুদেব রায় বলেন,“আমাদের অনেক দিনের সাধ পুরন হল।এই মহান মানুষ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তির জন্য আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে আমাদের এই জায়গা দেওয়া হয়েছে। এখানে এদিন আবক্ষ মূর্তির শিলান্যাস হয়েছে। খুব তাড়াতাড়ি এখানে মূর্তি তৈরির কাজ শুরু হবে।”
অন্যদিকে আজ কালচিনিতে অখিল ভারতীয় সাধন মহাসভা পক্ষ থেকে বি আর আম্বেদকরের ১২৮ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সাধন মহাসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি হরি কুজুর ,আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য গণেশ মাহালি সহ বিশিষ্টরা।
আরও পড়ুনঃ পরিবেশ পরিষ্কার রাখতে বিশেষ কর্মসূচি পালন
আজ কালচিনি ব্লকের রায়মাটাং পোরো ও কালচিনিতে মহাসমারোহে বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584