বাম প্রার্থীর প্রচারে বাধা,প্রতিবাদে থানা ঘেরাও

0
42

পিয়ালী দাস,বীরভূমঃ

পুলিশ ও এমসিসি-র গাড়ির সামনেই প্রচারে বাধাপ্রাপ্ত হলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রেজাউল করিম।প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বাম কর্মীরা।ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরবেলা বীরভূমের দুবরাজপুর বিধানসভার পদুমা পঞ্চায়েতের বোধগ্রামে।শাসক সন্ত্রাসে দীর্ঘদিন ধরেই অবরুদ্ধ এই এলাকা।প্রয়োজনীয় অনুমতি নিয়েই এদিন বাম কর্মী সমর্থকরা এলাকায় প্রার্থীকে নিয়ে প্রচারে গিয়েছিলেন।

Obstacle in campaign of leftfront
নিজস্ব চিত্র

বোধগ্রাম ঢোকার মুখেই তাদের বাধা দেয় তৃনমূল বাইক বাহিনী।প্রচারের সাথেই ছিল নির্বাচন কমিশনের নজরদারী গাড়ি কিন্তু তারা পালন করেছে নিরব দর্শকের ভূমিকা, এমনটাই অভিযোগ।পুলিশকে ফোন করা হলে প্রায় এক ঘন্টা বাদে পুলিশ ঘটনাস্থলে আসে।তবে কোনো সদর্থক ভুমিকা পুলিশকে নিতে দেখা যায় নি।এর পরেই প্রার্থী রেজাউল করিম কর্মী সমর্থকদের নিয়ে দুবরাজপুর থানায় সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন।থানা ঘেরাও করে চলছে স্লোগান। রেজাউল করিম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘’এখনই এই অবস্থা হলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে কি করে। সমস্ত অনুমতি নিয়েই এদিন প্রচারে গিয়েছিলাম। অথচ তৃণমূলীরা আমাদের পথ আটকানোর খবর দেওয়া সত্বেও পুলিশের দেখা মেলে নি।

আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এমসিসি র নজরদারি দলও ছিল নির্বিকার।এক ঘন্টা বাদে পুলিশ আসলেও তৃনমুলীদের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করেনি।প্রতিবাদে থানায় অবস্থানে বসেছি।বিহিত না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here