কলকাতায় সাড়ম্বরে পালিত হল ছট পূজা

0
125

সিমা পুরকাইত,কলকাতাঃ

ভারতবর্ষের হিন্দিভাষী হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ পূজা ছট্‌ পূজা।ছট্‌ অর্থাৎ ছটা বা রশ্মির পূজা। এই রশ্মি সূর্য থেকেই পৃথিবীর বুকে আসে।এই পূজা আসলে সূর্যদেবের পূজা।প্রত্যক্ষভাবে ‘ছট;-এর পূজা হলেও এই পূজার সঙ্গে জড়িত আছেন স্বয়ং সূর্যদেব,আছেন মা গঙ্গা এবং দেবী অন্নপূর্ণা।দুদিন ব্যাপী পূজা ঘিরে মাতোয়ারা হিন্দিভাষী হিন্দুরা।বাবুঘাট থেকে তত্তা ঘাট,দহিঘাট সর্বত্র ছিল প্রবীন নবীনদের ভিড়। মনস্কামনা পূর্ণার্থে কেউ গঙ্গা বক্ষে প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবকে প্রনাম করতে ব্যস্ত।কেউ আবার রীতি মেনে গন্ডি দিয়ে পরিবারের সুভকামনায় ব্যস্ত।সকালে কচিকাচাদের গঙ্গা স্নানের মধ্যে আমেজে ব্যস্ত ছ্ট পূজা।শীতের মরশুমের শুরুতে ছট্ পূজা ঘিরে কেউ বা পরিবার পরিজনদের নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত গঙ্গা বক্ষে।

নিজস্ব চিত্র

ছট পূজা ঘিরে করা নিরাপত্তা কলকাতা পুলিশের।বিশেষ করে তত্তা স্নান ঘাটে।বুধবার ছিল ছট্ পূজার শেষ দিন।তাই সময় নষ্ট না করে পূজা নিয়ে ব্যস্ত থাকলেন ভক্তের।বিশেষ করে গৃহস্থের বাড়ির মহিলারা।সেচ্ছা সেবি সংগঠনের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠ ভাবে সম্পূর্ন দুদিনের ছ্ট পূজা।স্থল পথে যেমন ছিল আঁটো সাটো নিরাপত্তা।তেমনি দুর্ঘটনা এরাতে যাত্রীদের জন্য জলপথে নিরাপত্তা বারানো হয়।পরিবার পরিজনদের পাশাপাশি সংসারের শান্তি কামনায় নৈবেদ্য দানের মধ্য দিয়ে শেষ হয় এবারের ছট্ পূজা।রীতি অনুযায়ি সম্পূর্ন হয় এই উৎসব।

আরও পড়ুনঃ শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো ঘিরে এলাকাবাসীর উত্তেজনা তুঙ্গে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here