পাঁচ রাজ্যে কংগ্রেসের সাফল্যে খুশির আমেজ বহরমপুর কংগ্রেস পার্টি অফিসে

0
201

রিচা দত্ত,বহরমপুরঃ

পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফলে বিজেপির ভরা ডুবি এবং তিন রাজ্যে কংগ্রেসের ভাল ফলের জন্য মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পার্টি অফিসে উল্লাস ছড়িয়ে পড়ল।

celebration of congress 1
বাজনা বাজিয়ে আনন্দ করছেন কংগ্রেস নেতা কর্মী। নিজস্ব চিত্র

মঙ্গলবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কংগ্রেস নেতা ও কর্মীদের সবুজ আবীর খেলা, বাজি ফাটানো এবং বাজনার তালে তালে নাচ দেখল বহরমপুর তথা জেলাবাসী।যত সময় গড়িয়েছে কংগ্রেস পার্টি অফিসে লোকের সমাগম তত বেশি হয়েছে।এদিন জেলার নেতা কর্মীদের সাথে সাথে বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী এবং রানীনগর বিধায়ক ফিরোজা বেগম উল্লাসে ফেটে পড়েন।বাজনা বাজিয়ে এবং বাজি ফাটিয়ে বহরমপুর শহরে উল্লাস মিছিল বের করে।

celebration of congress 2
রাহুল গান্ধীর ছবি নিয়ে উল্লাসিত কংগ্রেসী কর্মীরা। নিজস্ব চিত্র

বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী সাংবাদিকদের বলেন যে, “কংগ্রেস কর্মীদের জয় রাহুল গান্ধীর নেতৃত্বে,রাহুল গান্ধী প্রমান করেছে কংগ্রেসই পারে দেশ চালাতে রাজ্য শাসন করতে।নরেন্দ্র মোদি সাড়ে চার বছরের রাজনৈতিক ইতিহাসে ভারতবর্ষটাকে কলঙ্কিত করছে।দেশের অর্থনৈতিক থেকে কৃষি সমস্ত ব্যাবস্থাকে ধংস করেছে।” তিনি আরও বলেন এটা সেমিফাইনাল না ফাইনাল।আগামীদিনে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্য বাড়তি অক্সিজেন যোগাচ্ছে রাজ্যের কংগ্রেসকে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here