নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির ফলে উত্তপ্ত ছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ। বন্ধ ছিল ছাত্র সংসদ ইউনিয়ন। প্রায় সময় কলেজে মোতায়েন থাকতো পুলিশ।সাধারণ ছাত্র-ছাত্রীরা কলেজে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।
অবশেষে বিবাদমান দুই রাজনৈতিক দলের সহমতের ভিত্তিতে আজ অর্থাৎ শনিবার পালিত হলো নবীন বরণ উৎসব। যা ছাত্র রাজনীতির ফলে যে বিশৃংখলার পরিবেশ সৃষ্টি হয়েছিল তার জন্য যে সময়ে হওয়ার কথা ছিল তা বন্ধ করে দিতে হয়। পরে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতার দুই বিবাদমান রাজনৈতিক দলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে সুষ্ট আলোচনার মধ্য দিয়ে আজকের এই নবীন বরণ উৎসব পালিত হল।
আরও পড়ুনঃএলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলেও সংশয় মিন চাষিদের ভবিষ্যৎ নিয়ে
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র ,কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র মন্ডল ,বিধায়ক প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584