ওয়েবকুপার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উদযাপন

0
148

নিজস্ব সংবাদদাতা,বহরমপুরঃ

আজ ওয়েবকুপা আয়োজিত “মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উদযাপন” সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ,অধ্যাপক বৃন্দ ও বুদ্ধিজীবীগণ। আজকের সভায় সভাপতিত্ব করেন তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান মহ. সোহরাব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী সুব্রত সাহা।এছাড়াও বক্তব্য রাখেন ড. শক্তিনাথ ঝাঁ,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজর্ষি চক্রবর্তী,মহ. আলী, সাগির হোসেন। মুর্শিদাবাদ জেলা ওয়েবকুপার এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ড. হেনা সিনহা,বহরমপুর কলেজের অধ্যক্ষ ড. সমরেশ মন্ডল,ইউ সি টি সি কলেজের অধ্যক্ষ ড. সসীম কবিরাজ ঠাকুর,ওয়েবকুপা মুর্শিদাবাদ জেলা সভাপতি ড. সুকুমার মাল,ওয়েবকুপা মুর্শিদাবাদ জেলা কমিটির যুগ্ম সম্পাদক ড. মধু মিত্র,কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিএলের সহকারী ডিরেক্টর ফারুক আহমেদ প্রমুখ বিশিষ্টজনেরা।

নিজস্ব চিত্র

এছাড়াও প্রায় দুই শতাধিক অধ্যাপক – শিক্ষক-বুদ্ধিজীবী – সাংবাদিক এই কর্মসূচিতে যোগ দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অধ্যাপক ডঃ মধু মিত্র।মুখ্যমন্ত্রীর নিকট লিখিত আকারে প্রস্তাব পাঠ করা হয়। মুর্শিদাবাদ জেলাতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন অবিলম্বে শুরু করার আবেদন জানানো হয়। সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণা ও বিশ্ববিদ্যালয় বিল পাশ করানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুনঃ সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here