নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য পৃথিবীকে সুন্দর ও সুস্থ রাখার তাই আমরা প্রাকৃতিক পূজারী বলেছে উত্তরবঙ্গের বড়ো মেচ জনগোষ্ঠী।উত্তরের হিমালয় পর্বত সংলগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ তরাই-ডুয়ার্স অঞ্চলের আদি নিবাসী ভূমিপুত্র অর্থাৎ সেই বোড়ো জনজাতিই পশ্চিমবঙ্গে বর্তমান মেচ উপজাতি নামে পরিচিত।
প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যার বসবাসকারী এই জনজাতি সমগ্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় মূলতঃ দেখা যায়। এই জনজাতিরা প্রধানত কৃষিনির্ভর জনজাতি এবং প্রকৃতি পূজারী।হা দৈ বার অখৌরাং (বাথৌও) মানে মাটি,জল,হাওয়া ও আকাশ কে পূজা করে এবং ১৪ই এপ্রিল কেই বড়ো (মেচ) রাও নববর্ষ হিসেবে পালন করে।
আরও পড়ুনঃ নববর্ষে মা কালীর আরাধনা দিয়ে শুরু পথ চলা
আজকের দিনে প্রতিটা বড়ো (মেচ) পরিবারের মহিলারা বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয় বড়দের সম্মান ছোটদের স্নেহ ভালোবাসার পর্ব আদানপ্রদান হয়।সবাই পরস্পর (রংজালি বৈসাগু) মানে হ্যাপি বৈসাগু বলে আন্তরিকতা শুভেচ্ছা ও নতুন বছরের শুভ কামনা আদান-প্রদান হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584