নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
রবীন্দ্রভারতীর পরে এবার শহরের আরও একটি নামকরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের গাওয়া অশ্লীল গানের ভিডিও ভাইরাল স্যোশাল সাইডে। চরম অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। তরিঘরি শনিবার এই বিষয় নিয়ে মিটিং ডাকা হয়েছে স্কুলে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি রবীন্দ্রসংগীত গানকে অশ্লীলভাবে পরিবেশন করছে স্কুলের ইউনিফর্ম পরা ছাত্রীরা। অশ্লীল গানের ভিডিওটি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর ফলে চরম অস্বস্তিতে পড়ে স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে কারখানা পরিদর্শনে ভারতে নিযুক্ত লুক্সেমবার্গের রাষ্ট্রদূত
তবে ওই ছাত্রীরা কোন শ্রেণীতে পড়াশোনা করে এবং তাদের বাড়ি কোথায় তা জানা যায়নি। যদিও ভাইরাল ভিডিওটির কথা স্বীকার করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ভাইরাল ভিডিওতে ছাত্রীরা যে গান গাইছে সেটি প্রচলিত একটি গান। সেই গানটিকে অশ্লীলভাবে গেয়ে ভিডিওটি ভাইরাল করা হয়। এর ফলে গানটিকে যেমন অপমানিত করা হয়, পাশাপাশি কালিমা লিপ্ত করা হচ্ছে মালদা শহরের নামকরা উচ্চ বিদ্যালয়ের।
ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই ছাত্রীদের শনাক্ত করে শাস্তির উদ্যোগ নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা শহর জুড়ে আলোচনার বিষয় হয়েছে ভাইরাল ভিডিওটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584