মায়াপুর ইসকন রথযাত্রায় থাকবেন শুধুমাত্র ভক্তরা

0
118

শ্যামল রায়, নদীয়াঃ

মায়াপুর ইসকন পরিচালিত রথযাত্রার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর রথ টানতে বিশিষ্ট মানুষজনের উপস্থিতি যেমন থাকে, তেমনি থাকেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। তবে এবারে আর সে সব কিছু হবে না। ইসকনের ভিতরেই হবে রথ যাত্রা। থাকবেন শুধুমাত্র ভক্তরা। তারাই রথের দড়ি টানবেন।

ratha yatra | newsfront.co
প্রতীকী চিত্র

রথের কো-অর্ডিনেটর অলয় গোবিন্দদাস জানান, ‘মায়াপুর ইসকন থেকে ৫ কিলোমিটার দূরে রাজাপুরে রথের শুভ সূচনা হয়। রথের দড়ি টানতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিত থাকেন রাস্তার দু’পাশে। এবছর ব্যতিক্রম যে একমাত্র ইসকনের রথের দড়ি টানা হবে।

ইসকনের পুষবো মন্দির থেকে রাধামাধবের মন্দির পর্যন্ত রথযাত্রা হবে। জগন্নাথ,বলরাম, সুভদ্রা রথে উঠে সকলকে আশীর্বাদ করবেন। সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুভ সূচনা হয় কিন্তু এবছর সেটা আর হবে না। ইসকনের চৌহদ্দির মধ্যে রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং ভক্তরা আনন্দ উপভোগ করবেন।’

আরও পড়ুনঃ কোভিড ১৯ ভাইরাসের দাপটে বন্ধ মহিষাদলের রথযাত্রা

আরও জানা গিয়েছে, নবদ্বীপ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি পরিচালিত রথযাত্রা দারুণভাবে সাড়া ফেলে দেয়। এবছরও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং লকডাউন মেনে যতটা সম্ভব পুজো করার চেষ্টা করছেন তারা। এছাড়াও দেবানন্দ গৌড়ীয় মঠ মনিপুর রানীর বাড়ি থেকেও রথযাত্রা শুভসূচনা হয়।

কিন্তু এবছর কতটা বাস্তবায়িত হবে কিছুই বলা যাচ্ছে না। তবে রথযাত্রার যে আনন্দ সকলের মধ্যে থাকে এ বছর কিন্তু থাকবে না বলেই অনেকে মনে করছেন, কারণ সকলের মধ্যে আতঙ্ক করোনাভাইরাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here