শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে মিললো না কেন্দ্রের অনুমতি। শুক্রবার গভীর রাতে একটি এক লাইনের চিঠি দিয়ে বিদেশ মন্ত্রকের এক যুগ্ম সচিব জানিয়েছেন একথা। চিঠিতে লেখা হয়েছে, বিদেশ মন্ত্রকের মতে, , ‘এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।’
ইটালির একটি বেসরকারি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল, পোপ এবং ইটালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। সেই আমন্ত্রণ গ্রহণ করেন মমতা। আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে ওই কর্মসুচী অনুষ্ঠিত হওয়ার কথা, সেইমত প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। তার মাঝে হঠাৎ করেই বিদেশ মন্ত্রকের এই চিঠি এসে পোঁছয়।
আরও পড়ুনঃ গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি রাজ্যকে বিবেচনা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের
তৃণমূল নেতৃত্বের একটি বড় অংশের মতে কেন্দ্র যে কারণই দেখাক, আদতে সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রোম সফরের অনুমতি দেওয়া হল না। তাঁদের মতে, রোমের এই কর্মসূচিতে মমতার সঙ্গেই থাকবেন পৃথিবীর অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান। থাকার কথা কায়রোর গ্রেট ইমামেরও। তাঁদের উপস্থিতিতে মমতা রাজনৈতিক ভাবে দেশের বর্তমান শাসকদলকে বিভিন্ন কারণে আক্রমণ করতেই পারেন। এবং তা কেন্দ্রের পক্ষে ‘বিড়ম্বনা’-র বিষয় হবে। সে কারণেই একেবারে শেষমুহূর্তে মমতাকে রোম সফরে যাওয়ার অনুমতি দিল না বিদেশ মন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584