করোনা সংক্রমণ রুখতে বাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

0
130

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গোটা পৃথিবীর এখন একটাই অসুখ। করোনা। যতদিন যচ্ছে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গে করোনা সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণিঝড় আমপান।

central minister | newsfront.co
ফাইল চিত্র

করোনা ও আমপানের জোড়া ধাক্কায় বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। এহেন পরিস্থিতির মধ্যে রাজ্যকে স্বস্তি দিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বাংলার জন্য প্রায় ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে জানিয়েছেন, দেশের ১৪টি রাজ্যের জন্য কেন্দ্র ৬ হাজার ১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তার মধ্যে বাংলার জন্য বরাদ্দ ৪১ হাজার ৭৭৫ লক্ষ টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘রেড কার্পেট পেতে দিচ্ছি, ভারতে আসুন…’ বিনিয়োগকারীদের বার্তা প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, করোনা পরিস্থিতি এবং লকডাউনের জেরে রাজ্যগুলির আয় তলানিতে এসে ঠেকেছে। সরকারি কোষাগার প্রায় শূন্য। দুর্বল হয়ে পড়েছে গোটা দেশের অর্থনীতি। করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি রাজ্যেরই স্বাস্থ্য খাতে কয়েক গুণ বেড়ে গিয়েছে।

করোনা মোকাবিলার জন্য দীর্ঘদিন ধরে দেশজুড়ে লকডাউন চলছে। আর তার জেরেই বন্ধ শিল্প-কলকারখানা। ফলে রাজস্ব আদায়ও প্রায় বন্ধ। তাই কেন্দ্রের এহেন আর্থিক সাহায্যে বাংলা অর্থনীতি চাঙ্গা হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, কোভিড মোকাবিলায় কেন্দ্র এ রাজ্যকে অর্থ দিয়ে সাহায্য করছে না। পুরোটাই রাজ্যের কোষাগার থেকে যাচ্ছে।

আরও পড়ুনঃ সম্পত্তি বিক্রির কাজ শুরু করল বিএসএনএল

মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে আবার বিরোধী বিজেপিও পালটা কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে জানান, ‘করোনা পরিস্থিতির মোকাবিলায় এই অর্থ দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতির মোকবিলায় এটা সহায়ক হবে’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here