সাইকেলকে সঙ্গী করার পরামর্শ কেন্দ্রের

0
45

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

দেশে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে গণপরিবহন পরিষেবা চালু করা খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তাই এই করোনা পরিস্থিতিতে যাতায়াতের জন্যে গণপরিবহণ এড়িয়ে ব্যক্তিগত যান অর্থাৎ সাইকেল ব্যবহারের পরামর্শ দিল কেন্দ্র। দ্রুত সংক্রমণ ছড়ানোর কারণে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রের কপালে।

cycle riding | newsfront.co
প্রতীকী চিত্র

পাশাপাশি এই করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেছে ভারতও। তাই এই কঠিন পরিস্থিতিতি রাজ্যগুলিকেও নিরাপদ যা হিসাবে সাইকেল ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্র। শুধু ভারতই নয়, করোনা ভাইরাসের এই ভয়ঙ্কর পরিস্থিতি সারা বিশ্বের মানুষকেই ভাবাচ্ছে।

তাই অন্যান্য দেশেও বাড়ছে সাইকেল নির্ভরতা। কারণ, এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ছোঁয়াচ এড়িয়ে চলার পরামর্শই দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। আর এই পরামর্শ মানতে হলে একমাত্র উপায় হল ব্যক্তিগত যানবাহন ব্যবহার। সবদিক বিবেচনা করেই তাই পকেট সাশ্রয়কারী সাইকেলের ব্যবহার বাড়ানোরই পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ জুলাই মাসেও খুলছে না স্কুলঃ শিক্ষামন্ত্রী

রাজ্যগুলোকে সাইকেলের ব্যবহারে আমজনতাকে আগ্রহী করে তোলার জন্যে বেশ কিছু উদাহরণও তুলে দিয়েছে তারা। এই যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুধুমাত্র সাইকেলের মাধ্যমে চলাচল করার জন্যে নতুন ৪০ মাইলের এক রাস্তা খুলে দেওয়া হয়েছে।

অকল্যান্ড যেমন ১০ শতাংশ রাস্তায় সাইকেল ছাড়া অন্য কোনও গাড়ি চলাচল নিষিদ্ধ করে দিয়েছে। ওদিকে কলম্বিয়ার বোগোটায় রাতারাতি অতিরিক্ত ৭৬ কিলোমিটার পথ খুলে দেওয়া হয়েছে যেখান থেকে শুধু সাইকেলেই চলাচল করা সম্ভব হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here