রেল পরিষেবা নিয়ে কেন্দ্র ও রেলকর্তৃপক্ষকে তোপ সাংসদের

0
83

নিজস্ব সংবাদদাতা ,উত্তর দিনাজপুরঃ

রেল পরিষেবার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলার পিছিয়ে থাকা রেল যাত্রীদের সমস্যার দিকে রেল কর্তৃপক্ষের বিশেষভাবে নজর দেওয়া দরকার।সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে একটি ফুট ব্রিজ উদ্বোধন করে রায়গঞ্জের সাংসদ তথা সিপিআইএম এর পলিব্যুরোর সদস্য মহঃ সেলিম এই কথা বলেন।

নিজস্ব চিত্র

সাংসদ মহঃ সেলিম বলেন বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার রেল যাত্রীরা নানা সমস্যায় জর্জরিত।রায়গঞ্জ মহকুমায় রাধিকাপুর থেকে কলকাতা গামী সকালের জন্য একটি ট্রেনের দাবি দীর্ঘদিনের।রেলমন্ত্রীর সাথে দেখা করে তাকে এই ট্রেনের গুরুত্ব কতখানি তা বোঝানো হয়েছে।তিনি আমাদের এই ট্রেনের ব্যাপারে আশ্বাসও দিয়েছেন।কিন্তু আজও তা বাস্তবে রূপ পায়নি।অবিলম্বে তার ব্যবস্থ্যা নিতে হবে।রাধিকাপুর থেকে বারসই জংশন পর্যন্ত অতিরিক্ত স্যাটেল ট্রেন দিতে হবে যাতে এই অঞ্চলের রেল যাত্রীরা বারসই গিয়ে সহজেই বিভিন্ন এক্সপ্রেস বা মেইল ট্রেন ধরে সহজেই দূরবর্তী স্থানে যেতে পারে।মহঃ সেলিম বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদ পুর রেল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকলেও কাজ শুরু হবার পরেই তা বন্ধ করে রাখা হয়েছে।যদিও বর্তমানে যে দল কেন্দ্রের গদিতে আসীন তাদের দলই এক সময় এই রেল প্রকলের কাজ আন্দোলন করে বন্ধ করে দিয়েছে।বর্তমানে তো তাদের সরকারই দিল্লিতে।তাই বিজেপি দলকেই এই রেল প্রকল্প চালু করবার উদ্যোগ নিতে হবে বলে তিনি মনে করেন।সাংসদ মহঃ সেলিম বলেন কালিয়াগঞ্জ রেল স্টেশনের পাশে প্রচুর জমি জলাভূমিতে পরিণত হয়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে স্থানীয় রেল কর্তৃপক্ষ পৌরসভার সাথে একযোগে এই কাজটি করে নিতেই পারে বলে তিনি মনে করেন।আজকের এই অনুষ্ঠানে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সি পি গুপ্তা সহ রেল দপ্তরের বেশ কিছু আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের ভাঙন, নেতৃ সহ বেশ কিছু কর্মীর বিজেপিতে যোগদান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here