পঞ্চায়েত নির্বাচন:মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জোর তৎপরতা

0
98

উমার ফারুক, নিউজ ফ্রন্ট,মালদা,২৩অক্টোবর:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় সর্বত্র ঘাসফুল ফোটাতে জেলা তৃণমূল নেতৃত্ব দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ কে জোর কদমে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সেই লক্ষ্যেই
ঢেলে সাজানো হচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলকে।এই প্রসঙ্গে সেলের জেলা সভাপতি মুশারফ হোসেন জানিয়েছেন-দরজায় পঞ্চায়েত ভোট কড়া নাড়ছে। এই সময় সংগঠনকে মজবুত করে লড়াইয়ের ময়দানে নামাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মালদারও প্রভূত উন্নয়ন হয়েছে। সংখ্যালঘু সেল জেলার সংখ্যালঘু এলাকায় ঘুরে ঘুরে উন্নয়নের প্রচার করছে। পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের সময় যাতে সংখ্যালঘু সেলকে গুরুত্ব দেওয়া হয় এবিষয়ে সেলের রাজ্য সভাপতি বিধায়ক হাজি নুরুল ইসলামের কাছেও আর্জি জানিয়েছেন মুশারফ হোসেন।গত বিধানসভা নির্বাচনের পরে জেলায় দলের নড়বড়ে অবস্থায় পরে বছরখানেক আগে সেলের দায়িত্বে আনা হয় শিক্ষক ও সমাজকর্মী মুশারফ হোসেনকে। দায়িত্ব পাওয়ার পরেই জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়িয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন তিনি। সংখ্যালঘুদের উন্নয়নে রাজ্য সরকার যে আন্তরিকভাবে কাজ করে চলেছে তা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচার করছে সংখ্যালঘু সেল। মালদা জেলা সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলীয়ভাবে সংখ্যালঘু সেলকে দলের মূলস্রোতে কাজ করার নির্দেশ দিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে জেলা তৃণমূলের সংখ্যালঘু সেল পনেরোটি ব্লক কমিটি এবং দুটি পৌর এলাকার কমিটি ইতিমধ্যেই গড়ে ফেলেছে। জেলার পোড়খাওয়া রাজনীতিবিদ ছাড়াও শিক্ষক, সমাজকর্মী, ইমাম ও মুয়াজ্জিনদেরও এই কমিটিগুলিতে রাখা হয়েছে। আর কিছুদিনের মধ্যে রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে পূর্নাঙ্গ জেলা কমিটি ঘোষণা করবে সংখ্যালঘু সেল।

ব্লক কমিটিগুলোতে পুরাতন কিছু নেতৃত্বকে রেখে দেওয়া হলেও বেশীরভাগ ক্ষেত্রে তরুন ও উদ্যমী সংগঠকদের দায়িত্ব আনা হয়েছে। কালিয়াচক১ ব্লকে সাফিউল হক, কালিয়াচক৩ ব্লকে আবদুর রৌফ,পুরাতন মালদায় (গ্রামীন) আবদুল হাসান, বামোনগোলায় মমতাজ হোসেন, চাঁচল১ ব্লকে সাজেদ সুলতান ও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে মহম্মদ ঈশাকে তাদের পুরাতন দায়িত্ব রেখে দেওয়া হয়েছে। কিন্তু বাকি ব্লকগুলিতে নতুন মুখ এনেছে সংখ্যালঘু সেল। নতুনদের মধ্যে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন কালিয়াচক২ ব্লকে মহম্মদ সাজিকুল আলম, ইংরেজবাজার(শহর) সেখ আজিমুদ্দিন, ইংরেজবাজার (গ্রামীণ) মহম্মদ জিয়াউর রহমান, পুরাতন মালদা (শহর) আবদুল কাদের ইকবাল, মানিকচকে আরসাদ হোসেন, হবিবপুর আসগরী সরকার, গাজোলে মহম্মদ হাফেজ আলি,রতুয়া১ ব্লকে মহম্মদ হারুন অল রশিদ, রতুয়া২ ব্লকে আনোয়ার হোসেন,চাঁচল ২ ব্লকে আসমিন পারভেজ এবং হরিশ্চন্দ্রপুর১ ব্লকে মাহমুদ রাজি। সংখ্যালঘু সেলের দায়িত্ব থেকে যাদের সরানো হয়েছে তাদেরকে দলের অন্যান্য দায়িত্বে নিযুক্ত করা হবে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here