বর্তমান পরিস্থিতি দেখতে শিলিগুড়ির ৪১ নং ওয়ার্ড পরিদর্শনে পর্যবেক্ষক দল

0
22

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

মহামারী করোনা মোকাবিলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালেই কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রথমে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার করোনা হাসপাতাল পরিদর্শনে গিয়েছিল। তারপর একে একে হলদিয়া ও তমলুক হাসপাতাল পরিদর্শনের পর সোজা শহর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।

team visit | newsfront.co
এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল। নিজস্ব চিত্র

সেখানে গিয়ে শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ড ও ফুলবাড়ি পরিদর্শন করলো কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। তারপর তাঁরা রাণিডাঙা থেকে বের হয়ে প্রথমে যান ফুলবাড়িতে। এমনকি সেখানে ট্রাক চালকদের সাথে কথাও বলেন তাঁরা। এর পাশাপাশি রাজগঞ্জের লায়ন্স হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ লকডাউন সাফল্যে ফুল দিয়ে পুলিশকে সম্মান জ্ঞাপন

guard | newsfront.co
নিজস্ব চিত্র

তারপর আবার সেখান থেকে চলে আসেন শহর শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডে। জানা যায়, সেখানে এসে করোনা মোকাবিলা সম্বন্ধে স্থানীয় ও পুলিশদের সাথে কথা বলার পর, শহর শিলিগুড়ির বেশ কিছু এলাকা ঘুরে দেখেন এই দল। এরপর সোজা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন এই পর্যবেক্ষক বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here