গর্ভবতী মহিলারাও নিতে পারবেন করোনা টিকা, নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

0
70

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এবার গর্ভবতী মহিলাদের করোনা টিকায় সায় দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গর্ভবতী মহিলারা করোনা টিকা নিতে পারেন তাতে কোনও সমস্যা নেই, জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’ও। আইসিএমআরের তরফে বলা হয়েছে, গর্ভবতী মহিলাদের জন্য এই টিকা নিরাপদ এবং অত্যন্ত প্রয়োজনীয়, তাদের অবশ্যই টিকা দেওয়া উচিত।

pregnant women | newsfront.co
প্রতীকী চিত্র

উল্লেখ্য, গতকাল দিল্লিতে করোনা টিকা পর্যালোচনা বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই বৈঠকে আইসিএমআর-এর ডিরেক্টর বলরাম ভার্গব বলেন, “গর্ভবতী মহিলাদেরও দেওয়া যাবে করোনা টিকা। এটি সম্পূর্ন সুরক্ষিত এবং তাদের ওপর কাজও করবে”। ইতিমধ্যেই এই নিয়ে নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুনঃ বাড়ল স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা, সোমবার থেকে চলবে ৬২ টি মেট্রো

তবে ভার্গব এও বলেন যে, গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ার অনুমতি দিলেও শিশুদের টিকাকরণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উঠতে পারেনি কেন্দ্র। কেননা শিশুদের ওপর এই টিকা কিভাবে কাজ করবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। অক্টোবরের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, এদিকে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। দেশে ইতিমধ্যেই ১১ টি রাজ্যে থাবা ফেলেছে এই ভ্যারিয়েন্ট। আক্রান্ত হয়েছে ৪৮ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

আরও পড়ুনঃ দেশে ‘ডেল্টা প্লাস’-এ আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮, মৃত ২, বাড়ছে উদ্বেগ

প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৩০ কোটি ৭৯ লক্ষ ৪৮ হাজার ৭৪৪ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here