বিপদ এড়াতে রাজ্যের ৬ রুগ্ন সেতু ভাঙার প্রস্তাব কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থার

0
195

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনে রাজ্যের বিভিন্ন সেতু খতিয়ে দেখে তা রক্ষণাবেক্ষণের কাজ করছে পূর্ত দফতর। কিন্তু কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটসের মতে, রাজ্যে ৬ টি সেতুর অবস্থা মাত্রাতিরিক্ত রুগ্ন। তাই ওই ৬ টি সেতুকে ভেঙে ফেলার জন্য পূর্ত দফতরকে সুপারিশ করল কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস।

Bridge | newsfront.co
প্রতীকী চিত্র

দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় রয়েছে এই ৬ সেতু। এর মধ্যে একাধিক সেতু বয়সে অত্যন্ত প্রাচীন। দীর্ঘদিন ধরে সংষ্কারের কাজ না চলার জন্যে সেতুগুলির অবস্থা মারাত্মক খারাপ। তবে এই সব সেতুর বিকল্প কি তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুটি ক্ষেত্রে বিকল্প সেতুর জায়গা দেখেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ভোটের প্রচারের গাইডলাইন ঠিক করতে রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইল কমিশন

এই ৬ সেতু হল, মূর্শিদাবাদের রণগ্রাম সেতু ও সুখদেবমতী সেতু। নদীয়ার মুরুটিয়ার সেতু। দক্ষিণ ২৪ পরগণার উত্তর ভাগ সেতু, সূর্যপুর সেতু ও লালপুল সেতু। এই সেতুগুলির অবস্থান, রণগ্রাম সেতু – কান্দি-বহরমপুর রাজ্য সড়ক দ্বারকা নদীর ওপরে এই সেতু। ১৯৩৫ সালে তৈরি হয় এই সেতু। ২০১৮ সালে সাড়ে ১২ মিটার ফাটল ধরা পড়ে। সেতুর মাঝামাঝি জায়গা জুড়ে চিড় স্পষ্ট। বীরভূম ও বর্ধমান জেলার মানুষও এই সেতুর ওপর নির্ভর করে।

আরও পড়ুনঃ সিইএসসি-র ব্যাখ্যায় অসন্তুষ্ট, নোটিশ পাঠাচ্ছে ক্রেতা সুরক্ষা দফতর

লালপুল সেতু, উস্থী – ১০৫ বছর বয়স এই সেতুর। ১০ বছর ধরে সেতু প্রায় অকেজো। উস্থী থেকে দেউলা যাওয়ার একমাত্র সেতু। হুগলি নদীর শাখা খালের ওপরে এই সেতু আছে। এখানে যদিও নতুন সেতু হবে। সূর্যপুর সেতু – বারুইপুর-জয়নগর রোডের ওপরে রয়েছে এই সেতু। গত বছরও ফাটল ধরা পড়ে। লোহার পাত দিয়ে মেরামত করা হয়। ভার বহন ক্ষমতা নেই বললেই চলে। উত্তরভাগ সেতু – বারুইপুর-ক্যানিং রোডের ওপরে এই সেতু। এছাড়া মুরুটিয়া ও সুখদেবমতী সেতুর অবস্থাও ভীষণ জীর্ণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here