নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, দেশে মোট আক্রান্ত ৪১৫। এই পরিস্থিতিতে আগে থেকেই তৈরি থাকতে চাইছে কেন্দ্র। ওমিক্রন সংক্রান্ত বৈঠকে গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যেসব রাজ্যগুলিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেশি, টিকাকরণের গতি কম এবং স্বাস্থ্য পরিকাঠামো পর্যাপ্ত নেই, সেই বিশেষজ্ঞ দল পাঠানো হবে। আর সেই তালিকায় কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্নাটক, সাথে রয়েছে পশ্চিমবঙ্গ।
প্রাথমিকভাবে চিহ্নিত ৬ টি রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দল। সূত্রের খবর, কেন্দ্রীয় এই দল পাঁচ দিন করে থাকবে প্রতি রাজ্যে। সংশ্লিষ্ট ওই রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে নমুনা পরীক্ষার পরিকাঠামো থেকে শুরু করে কোভিড বিধি প্রয়োগের বিষয়টি দেখবেন তারা। এর পাশাপাশি প্রতি রাজ্যে টিকাকরণের হারও খতিয়ে দেখা হবে। ওমিক্রন আক্রান্ত হলে তার আরটিপিসিআর টেস্টে ধরা না পড়ায় আক্রান্তের জিন সিকোয়েন্সিং করে দেখা হচ্ছে কিন্তু সারা দেশে জিন সিকোয়েন্সিং -এর পরিকাঠামো সন্তোষজনক নয়। তাই এই পরিস্থিতিতে সেই পরিকাঠামোর উন্নয়ন করার জন্য কী করা দরকার, তা নিয়েও ওই রাজ্যের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় দলের সদস্যরা বলে জানা গিয়েছে।
করোনা ভাইরাসে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে রয়েছে কেরল ও মহারাষ্ট্র এই দুই রাজ্য। তাই এই দুই রাজ্যকে নিয়েই সবথেকে বেশি উদ্বিগ্ন কেন্দ্র সরকার। আর এরপরই মিজোরাম। গত দুই সপ্তাহে মিজোরামের সংক্রমণের হার সবথেকে বেশি।
আরও পড়ুনঃ দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৪১৫! বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও
আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিন্তার বিষয় হল সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৭,৪৫৮। যা কেরল ও মহারাষ্ট্রের পর সবথেকে বেশি। সেইসব পরিস্থিতি বিচার করেই ফের বাংলায় আসছে কেন্দ্রীয় দল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “দল প্রায় তৈরি। কয়েকদিনের মধ্যেই রাজ্যগুলির উদ্দেশ্যে রওনা দেবে তারা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584