নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শুক্রবার শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন রাণীডাঙ্গা থেকে বের হয়ে তারা প্রথমে যান বিহার বাংলা সীমান্তের গলগলিয়ায়। এবং সেখানে গোটা এলাকা পরিদর্শন করেন। এরপর চলে যান খড়িবাড়ির বাতাসি আইটি কলেজের কোয়ারান্টাইন সেন্টারে। এবং সেখান থেকে সোজা চলে যান ইন্দো – নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে।
সেখানে গোটা এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এর পাশাপাশি এসএসবি কর্তাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য বিনীত যোশী বলেন যে কেন্দ্র সরকার গাইড লাইন মেনেই তালিকা তৈরি করেছে এবং অ্যাডিসোনাল ক্রাইটেরিয়া থাকার জন্য দার্জিলিং জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ রেশন না পেয়ে ডিলারের বাড়িতে বিক্ষোভ মালদহে
এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমাদের প্রয়োজনে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছি কিন্তু সেই চিঠির কোন উত্তর এখনও পর্যন্ত পায়নি। এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কোন সাহায্য করছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এরপর সেখানে থেকে রাণীডাঙ্গার উদ্দেশ্যে চলে যান প্রতিনিধি দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584