নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

চৌত্রিশ বছরের বাম শাসনে রাজ্যের শিক্ষাঙ্গনে শিক্ষা,কৃষ্টি,সমাজসেবার পরিবেশ ধ্বংসের পথে ধাবিত হয়েছিলো।মা মাটি মানুষের সরকার আসার পর থেকে রাজ্যের শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে।সাথে সাথে ছাত্রছাত্রীদের মধ্যে সমাজসেবার ইচ্ছেও ফিরে এসেছে।সেই মত বালুরঘাট মহিলা কলেজে রক্তদানে ছাত্রীদের উদ্বুদ্ধ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ও বালুরঘাট করতে রক্তদান বালুরঘাট মহিলা কলেজের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে চলছে রক্তদান বিষয়ক ইউনিভার্সিটি লেভেল সার্টিফিকেট কোর্স।

গত কাল এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা মন্দিরা দেব,বঙ্গবাসী কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডঃ সুচিত্রা ঘোষ, কলেজের NSS ইউনিটের দ্বায়িত্বপ্রাপ্ত অধ্যাপক পানু পোদ্দার সহ বিশিষ্ট জনেরা।এই কোর্সটি গত কাল থেকে শুরু হয়ে চলবে ১৭ ই জানুয়ারি পর্যন্ত।কোর্স শেষে ছাত্রীদের সার্টিফিকেট প্রদানও করা হবে।এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষ্যেই আগামী ১৮ই জানুয়ারি এক কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

এই কোর্সটিতে প্রায় ৫০ জন ছাত্রী অংশগ্রহণকারী করছে।রক্তদানে উদ্বুদ্ধ করতে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।
আরও পড়ুনঃ নবদ্বীপে বেআইনি অস্ত্র সহ গ্রেফতার এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584