সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার বহরমপুর মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সাংগঠনিক কার্যালয় থেকে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পাঁচটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস কর্মীরা সমর্থকেরা।
এদিন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিং রায় জানান, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি ও ভাইস চেয়ারম্যান সরুপ সাহা। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী ও ভাইস চেয়ারম্যান আলম মেহেদি।
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ চ্যাটার্জী। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ ও ভাইস চেয়ারম্যান মলয় রায়। বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি ও ভাইস চেয়ারম্যান আবু শাফিন মন্ডল।
নাম ঘোষণা হওয়ার পর বহরমপুর শহরের রাজপথে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাশা বাজি আবিরে উচ্ছাসে মেতে উঠলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584