কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই প্রথমবার নির্দিষ্ট সময়ের ৩৬ মিনিট পর খেলা শুরু হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা । শনিবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ওই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তিধর ফুটবল ক্লাব লিভারপুল ও রিয়াল মাদ্রিদ প্যারিসে স্টেড ডে ফ্রান্স স্টেডিয়ামে ।
এইদিনের ফাইনাল ম্যাচের প্রাক্কালে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় উল্লেখ্য কিছু দর্শক বিনা টিকিটে স্টেডিয়ামে মধ্যে প্রবেশ করার চেষ্টা করলে স্থানীয় পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয় পুলিশ পাল্টা ব্যবস্থা হিসাবে পেপার স্প্রে ও টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও দর্শকদের মধ্যে মহিলা এবং শিশু থাকায় টিয়ারগ্যাস ও পেপার স্প্রে ব্যবহার নিয়ে ইউরোপিয়ান ফুটবল সংস্থা তথাপি লিভারপুল ক্ষোভ প্রকাশ করেন। বিশেষত এদিনের ফাইনাল ম্যাচ দেখার জন্য লিভারপুলের সমর্থক বেশি সংখ্যায় তাদের দলকে সমর্থনের জন্য মাঠে প্রবেশ করার জন্য প্যারিসে এসেছিলেন ।
আরও পড়ুনঃ সীমান্ত লাগোয়া চর এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প ,খুশি সীমান্তের মানুষ
শনিবার রাত্রি ১২:৩০ নাগাদ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।কিন্তু ম্যাচের নির্দিষ্ট সময় প্রথমে ১৫ মিনিট দেরির হওয়ার কথা বললেও উয়েফা কর্তৃপক্ষ এর নির্দিষ্ট সময় ৩৬মিনিট পর ফাইনাল ম্যাচ শুরু করে। এ দিনের ম্যাচে রিয়াল মাদ্রিদ লিভারপুল কে হারিয়ে ১৪তম বারের মতো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয় ।খেলার ৫৯ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ ভিনিবিয়াস জুনিয়র এর একমাত্র গোলে ইউরোপিয়ান চাম্পিয়ন লীগ খেতাব জিতে নেয় রিয়াল রিয়াল মাদ্রিদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584