সজিবুল ইসলাম,ডোমকল:
মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলের দুটি বুথ ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে উদয় নগর চর কলোনি,পরাশপুর চর।আর এই চরের সাধারণ মানুষ কে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য জলঙ্গী বিডিও শোভন দাসের উদ্যোগে এদিন দুয়ারে সরকার ক্যাম্প বসলো ঘোষপাড়া অঞ্চলের সীমান্ত এলাকায়।
দুয়ারে সরকার কর্মসূচি চালুর হওয়ার পরে সেই ক্যাম্প বসত ঘোষপাড়া সর্বপল্লি হাই স্কুলে।সেই ক্যাম্পে আসতে হলে প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে সীমান্ত থেকে আসতে হতো । সেই সমস্যা সমাধানে বিডিও শোভন দাস সীমান্তে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্প করেন।তাতে ওই সীমান্তের মানুষ হয়রানির হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে বলে মনে করেন ।
আরও পড়ুনঃ জলঙ্গির পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেরলে
চরের স্থানীয় বাসিন্দা মিলন মন্ডল বলেন চর থেকে ওপারে যাওয়া খুবই কষ্টের ,কোনো রাস্তা,যোগাযোগ ব্যবস্থা ভালো নেই ।বিএসএফের হাজার প্রশ্ন চেকিং।তার পরে আবার গিয়ে যদি কোনো কাগজ পত্র ভুল হয়ে যায় তাহলে সেই কাজ সম্পূর্ণ না করে ফিরতে হয়।এবার বাড়ির কাছে দুয়ারে সরকার পেয়ে ভালই লাগছে সীমান্তের মানুষের অনেক উপকার হবে। দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন ডোমকল মহকুমা খাদ্য সরবরাহ আধিকারিক মোঃ মুসির আহমেদ সহ অন্যান্য আধিকারিক গণ। বিডিও-র এহেন উদ্যোগকে সাধুবাদ জানায় সীমান্তের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584