কোচবিহার পুর কাউন্সিলার চন্দনা মহন্ত দলেই রয়েছে, ঘোষণা ফরওয়ার্ড ব্লকের

0
69

মনিরুল হক, কোচবিহারঃ

পুরভোট নিয়ে তৎপরতা বাড়ছে বামেদের। এই অবস্থায় দুর্নীতিকে ইস্যু করে মাঠে নামছে তাঁরা। কোচবিহার পুরসভার বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক।

chandana mohanta | newsfront.co
চন্দনা মহন্ত। নিজস্ব চিত্র

এই ইস্যুতে সোমবার একটি সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা ফরওয়াড ব্লক নেতৃত্ব। এই বৈঠকে হাজির ছিলেন কোচবিহার পুরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলার চন্দনা মহন্ত।

জানা যায়, তৃণমূল পুর বোর্ডের সাথে অতিঘনিষ্ঠতার অভিযোগে দল তাঁকে সাসপেন্ড করে। যদিও এদিন তিনি এই পুর বোর্ডের বিরুদ্ধে দলের আন্দোলনের পাশে থাকার কথাও ঘোষণা করেন। তবে কি তাঁকেই ফের প্রার্থী করছে ফরওয়ার্ড ব্লক?

আরও পড়ুনঃ বাগডোগরা বিমানবন্দরে নয় বছর পর উপদেষ্টা কমিটির বৈঠক

chandana mohanta | newsfront.co
নিজস্ব চিত্র

এবিষয়ে দলের কোচবিহার জেলা সভাপতি দীপক সরকার বলেন, প্রার্থী কে হবেন তা নিয়ে আমরা এখন ভাবিনি। তবে পার্টির অভ্যন্তরে কিছু কারনে চন্দনার সাথে দূরত্ব তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু এগুলো এখন মিটে গেছে।

ও কখনই অন্য কোনো দলের সাথে যোগাযোগ করে নি, ওকে নিয়ে কিছু মিথ্যা রটনাও রটেছিল। চন্দনা দলেই ছিল দলেই আছে। ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, চন্দনার সাসপেন্ডসন তুলে নেওয়া হয়েছে। ও দলে ছিল দলেই আছে। বিষয়টি সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যপার বলে তিনি জানান।

এদিন সাংবাদিকদের সামনে চন্দনা মহন্ত বলেন, আমার বিরুদ্ধে কিছু কুৎসা রটানো হয়েছিল। কিন্তু আমি দল ছাড়ার কথা কখনও ভাবিনি এবং কোনো দলের সাথে যোগাযোগ রাখিনি।

আমার বিরুদ্ধে দল যে ব্যবস্থা নিয়েছিল আসলে এটা ছিল একটা ভুল বোঝাবুঝি এবং সম্পূর্ণটাই অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here