নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার রাতের জেলা স্বাস্থ্য দফতরের রিপাের্ট অনুযায়ী জেলায় মােট করােনা আক্রান্তের সংখ্যা ৪২। এবার করােনা আক্রান্ত হলেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও। জানা গিয়েছে, দিন কয়েক ধরেই করােনা উপসর্গ নিয়ে ভুগছিলেন বিডিও।
এরপরেই শুক্রবার রাতে করােনা পজেটিভ রিপাের্ট আসে এই আধিকারিকের। বিডিওর সংস্পর্শে আসা মোট ৩০ জনের মহামারী পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করে পাঠানো হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।
আরও পড়ুনঃ করোনামুক্ত হলেন মাশরাফী পত্নী
বিডিওর স্ত্রী, সন্তানসহ চন্দ্রকোনা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি, ৩ নং মাংরুল গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ মোট ৩০ জনের নমুনা তড়িঘড়ি সংগ্রহ করে পাঠানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিডিও দফতরের গেট। চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও মহামারী আক্রান্ত হতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584