নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সভাপতি বদল করা হল। সংগঠনকে এই দুই জেলায় আরও শক্তিশালী করার জন্য উত্তরবঙ্গের এই দুই জেলায় সভাপতি বদল করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস সুত্রে জানা গেছে, দলের আলিপুরদুয়ার জেলা সভাপতির পদ থেকে মোহন শর্মাকে সরিয়ে জেলার পুরনো তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিষ গোস্বামী (মৃদুল) কে সভাপতি করা হয়েছে।
আলিপুরদুয়ারের নতুন। জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন,” দলের প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। আজ যে দায়িত্ব পেলাম তা প্রান দিয়ে পালন করার চেষ্টা করব। আগামি বিধানসভা নির্বাচনে আমরা ঘুরে দাঁড়াবই।”
জানা গিয়েছে, জলপাইগুড়িতে পূর্ত দফতরের ইন্সপেকসন বাংলোতে মঙ্গলবার সন্ধ্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন দলের উত্তরবঙ্গের পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস। ওই বৈঠকে দুই জেলার সভাপতি বদলের সিদ্ধান্ত জানিয়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বৈঠক শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,” সামনে ২১ এ রাজ্যে।বিধানসভা নির্বাচন। এর আগে দলকে এই দুই জেলায় আরও শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুই জেলার সভাপতি বদল হয়েছে। দলীয় কর্মীদের আরও ভালোভাবে কাজ করতে বলা হয়েছে।”
আরও পড়ুনঃ ব্লক সভাপতির পদ ঘিরে কানাইয়া-করিম কোন্দল প্রকাশ্যে
এদিন একই সঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকে সরিয়ে ওই জেলার প্রবীন তৃণমূল নেতা কৃষ্ণ কুমার কল্যানিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584