নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
চুরি হওয়া ক্রেডিট এবং ডেবিট কার্ড ডার্ক ওয়েবে বিক্রির বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস UniCC বন্ধ হতে চলেছে আগামী সপ্তাহে। আগামী ২২ জানুয়ারি থেকে অপারেশন বন্ধ করতে চলেছে UniCC । রাশিয়ান ও ইংরাজি ভাষায় লেখা এক বার্তায় ডার্ক ওয়েব ফোরামে এমনটাই ঘোষণা করা হয়েছে বলে বুধবার জানায় ব্লকচেন অ্যানালিটিক্স ফার্ম Elliptic। গত ৯ বছরে ৩৫৮ মিলিয়ন ডলার লেনদেন করেছে UniCC।
Elliptic-এর বিশ্লেষণ অনুযায়ী UniCC শুধুমাত্র ২০২১সালে চুরি করা ক্রেডিট কার্ডের বিনিময়ে ১০০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিটকয়েন পেয়েছিল। যার জেরে গত বছর ফেব্রুয়ারী মাসে বন্ধ হয়ে যায় ‘জোকারস স্ট্যাশ’, এর আগে চুরি করা ক্রেডিট কার্ডের জন্য সবচেয়ে বড় মার্কেটপ্লেস ছিল এটিই।
UniCC যেমন ক্রেডিট কার্ডের বৃহত্তম অবৈধ মার্কেটপ্লেস তেমনি অনলাইন ড্রাগ সাইট ToRReZ মার্কেটও ২০২১ সালের ডিসেম্বর মাস নাগাদ স্বেচ্ছায় বন্ধ হয়ে যায়। ব্রেকিং ব্যাড শো-র অনুপ্রেরণায় তৈরি আরেকটি প্রধান অনলাইন ড্রাগ স্টোর হোয়াইট হাউস মার্কেটও এভাবেই ২০২১ সালের অক্টোবর মাসে হঠাৎ-ই বন্ধ হয়ে যায়। কম সময়ের মধ্যে এই প্রতিটি কোম্পানির আয়ের পরিমাণ শুনলে আঁতকে উঠতে হয়।
আরও পড়ুনঃ করোনা এবার সাধারণ ফ্লু-এর মতই থাকবে, মত ইউরোপীয় দেশগুলির
২০১১ সালে চালু হওয়া সিল্ক রোড ছিল প্রথম বড় অবৈধ ডার্ক ওয়েব মার্কেট। এটি ড্রাগ থেকে শুরু করে জাল ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত সব কিছু বিক্রি করত, তিন বছরেরও কম সময়ে সংস্থার আয় হয়েছিল ১.২ বিলিয়ন মার্কিন ডলার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584