নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ
উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বদল হলো।শঙ্কর চক্রবর্তীকে সরিয়ে পুনরায় জেলা সভাপতি করা হলো নির্মল দামকে।উত্তর দিনাজপুর জেলা বিজেপি সূত্রে জানা গেছে, শুক্রবার রাজ্যের পক্ষ থেকে নির্মল দামকে পুনরায় জেলা সভাপতি নিযুক্ত করার বিষয়ে নির্দেশ পাঠিয়েছে রাজ্য।উল্লেখ্য,২০ জুলাই ২০১৮ তে বিজেপির জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন শঙ্কর বাবু।প্রায় সাত মাসের মাথাতে ফের সভাপতি বদল ঘটিয়ে নির্মল বাবুকে জেলার দায়িত্ব দিল রাজ্য বিজেপি।
ইসলামপুরের দাড়িভিট কাণ্ডের পর থেকেই আইনি নানান প্যাচে পড়ে জেলার বাইরেই থাকতে হচ্ছিল শঙ্কর বাবুকে।আদালতের নির্দেশে জেলায় প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল শঙ্কর বাবুর।দীর্ঘদিন থেকে জেলা সভাপতির অনুপস্থিত থাকার কারণে সংগঠনের ক্ষতি হচ্ছিল বলে বিজেপি সূত্রে খবর।সভাপতি প্রকাশ্যে না আসতে পারার কারণে সংগঠন গত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল জেলা বিজেপির।সেই কারণেই রাজ্যের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে শহীদদের আত্মার শান্তি কামনায় মৌন মিছিল
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,”লোকসভা নির্বাচন পর্যন্ত নির্মল দামকে জেলা সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। মামলা চলছে,শঙ্কর চক্রবর্তী যেহেতু জেলায় আসতে পারছেন না,তাই নির্মল বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে।শঙ্কর বাবু আপাতত মালদহ জেলার সহায়ক পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584