রদবদল কোলাঘাট যুব তৃণমূল নেতৃত্বের

0
294

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

TMC Placard | newsfront.co

বহু জল্পনার মাঝে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পদত্যাগ পত্র জমা দেওয়ার পর ধীরে ধীরে রদবদলের চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।

Parthasarathi Maity | newsfront.co
পার্থ সারথি মাইতি, সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, কোলাঘাট ব্লকের ব্লক যুব সভাপতিকে সরিয়ে আনা হল নতুন মুখ। পূর্বে যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন রাজ কুমারকুন্ডু তাকে সরিয়ে এবার নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হল অসীম মাঝিকে। যা নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

Rajkumar Kundu | newsfront.co
রাজকুমার কুন্ডু, অপসারিত কোলাঘাট ব্লক তৃণমূল যুব সভাপতি। নিজস্ব চিত্র

প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার মাঝে একাধিক কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি বিধায়কের পদ থেকে ইস্তফা পত্র জমা দেওয়ার পর জেলা তৃণমূল নেতৃত্বে কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ‘নতুন বোতলে পুরনো মদ’, কোচবিহারে নাম না করে নিশীথ-মিহিরকে আক্রমণ মমতার

এইদিন অপসারিত রাজকুমার কুন্ডু বলেন দীর্ঘদিন ধরে কোলাঘাট ব্লকের একটা গোষ্ঠী কোন্দল হয়ে আসছে যারা এখন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যাবে, তবে আগামী দিনে শুভেন্দু অধিকারী যে পথে চলবে আমরাও সেই পথে চলবো কারণ রাজনৈতিক গুরু হিসেবে তাকেই আমরা মেনে এসেছি। এখন দেখার সাংগঠনিক ক্ষেত্রে আর কী কী পদক্ষেপ গ্রহণ করে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here