নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বহু জল্পনার মাঝে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পদত্যাগ পত্র জমা দেওয়ার পর ধীরে ধীরে রদবদলের চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।

জানা গিয়েছে, কোলাঘাট ব্লকের ব্লক যুব সভাপতিকে সরিয়ে আনা হল নতুন মুখ। পূর্বে যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন রাজ কুমারকুন্ডু তাকে সরিয়ে এবার নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হল অসীম মাঝিকে। যা নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার মাঝে একাধিক কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি বিধায়কের পদ থেকে ইস্তফা পত্র জমা দেওয়ার পর জেলা তৃণমূল নেতৃত্বে কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ‘নতুন বোতলে পুরনো মদ’, কোচবিহারে নাম না করে নিশীথ-মিহিরকে আক্রমণ মমতার
এইদিন অপসারিত রাজকুমার কুন্ডু বলেন দীর্ঘদিন ধরে কোলাঘাট ব্লকের একটা গোষ্ঠী কোন্দল হয়ে আসছে যারা এখন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যাবে, তবে আগামী দিনে শুভেন্দু অধিকারী যে পথে চলবে আমরাও সেই পথে চলবো কারণ রাজনৈতিক গুরু হিসেবে তাকেই আমরা মেনে এসেছি। এখন দেখার সাংগঠনিক ক্ষেত্রে আর কী কী পদক্ষেপ গ্রহণ করে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584