থানা ঘেরাও ঘিরে ফের উত্তেজনা কোচবিহারে

0
45

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

বিধায়কের রহস্য মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিজেপি নেতৃত্বরা। আজ সেই বনধ কে সফল করতে মরিয়া হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা। সেই বনধের বিরোধিতা করে পথে নামে তৃণমূল কংগ্রেস। পরে তুফানগঞ্জের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের দোকান বন্ধ করে দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ।

Gathering | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু পুলিশ তৃণমূল কর্মীদের গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেন। তার প্রতিবাদে বুধবার তুফানগঞ্জ ও বক্সিরহাট থানা ঘিরে বিক্ষোভ দেখায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট, পুষ্পেন সরকার,সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন সহ আরও অনেকে।

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপি কর্মীদের অভিযোগ, তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর বাজার সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও কর্মীদের মারধর করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তুফান গঞ্জ ২ নং ব্লকে নাগুরহাট বাজার ও বাকলা বাজারে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। সেখানে দলীয় কর্মীরা তাদের বাঁধা দিলে পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করে। তার জেরেই বুধবার তুফানগঞ্জ থানা ও বক্সিরহাট থানা ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা।

এদিন এবিষয়ে বিজেপির কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট পুষ্পেন সরকার বলেন, গত মঙ্গলবার সারা উত্তরবঙ্গ জুড়ে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বন্ধ রাখা হয়েছিল বিভিন্ন দোকান খামার। কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ রেজিনগরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার

এছাড়াও তুফানগঞ্জ ২ নং ব্লকের নাগুরহাট বাজার ও বাকলা বাজারে বনধ কে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। কিন্তু পুলিশ ওই সংঘর্ষের জেরে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করেন। সেই কারনে বুধবার দুপুরে তুফানগঞ্জ ও বক্সিরহাট থানার ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ বিধায়ক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে থানায় বিক্ষোভ বিজেপির

প্রসঙ্গত, বিধায়কের রহস্য মৃত্যুর প্রতিবাদে সারা উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দেয় বিজেপি। সেই বনধকে ঘিরে ফের তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ তুফানগঞ্জের নাগুরহাট এলাকায়। ওই ঘটনায় দুই পক্ষের ৪০টির মত মোটর সাইকেল, ১০টি সাইকেল, ৩টি ভুটভুটি ভাঙচুর করা হয়েছে। আগুন লাগানোর চেষ্টাও হয় বলে অভিযোগ। ওই ঘটনার জেরে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে। তার প্রতিবাদের আজ তুফানগঞ্জ ও বক্সিরহাট থানা ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here