মনিরুল হক, কোচবিহারঃ
গতকাল উত্তরকন্যা অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে গতকালই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। আর এই কর্মী মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আর এই বন্ধ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে পড়েছে কোচবিহার।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ছ’টার আগেই বন্ধের সমর্থনে পিকেটিং শুরু করে বিজেপি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় টার্মিনাসে সরকারি বাস আটকান জেলা গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।
অভিযোগ, এদিন কোচবিহার মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দু-একটি বাস বিজেপি কর্মীরা আটকে দেন। যদিও ভাঙচুরের কোন খবর নেই। এ নিয়ে বাসস্ট্যান্ডে কার্যত ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ মেচেদায় বামেদের জাতীয় সড়ক অবরোধ
সকাল সকাল এমন অশান্তির পর পুরো শহরজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেখলিগঞ্জ, তুফানগঞ্জে ব্যাহত বাস পরিষেবা। জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তায় নেমেছেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুনঃ জোড়া বনধের প্রভাব পড়ল ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে
জেলায় বন্ধে মোটামুটি প্রভাব পড়েছে। গোলমালের আশঙ্কায় ভবানীগঞ্জ-সহ শহরের বড় বড় বাজারগুলি বন্ধ রয়েছে। রাস্তাঘাট অন্যদিনের তুলনায় ফাঁকা। বেসরকারি বাস এবং টোটো চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সরকারি বাস চললেও তাতে যাত্রীর তেমন দেখা মিলছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584