নমামি গঙ্গা প্রকল্পের আওতায় পঞ্চায়েত লেভেল গঙ্গাদূত ইয়ুথ মেম্বারদের প্রশিক্ষণ শিবির

0
60

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ  

নমামি গঙ্গা প্রকল্পের আওতায় পঞ্চায়েত স্তরের গঙ্গাদূত দের ২ দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ নেহরু যুব কেন্দ্র এবং মুর্শিদাবাদ সিনির সহযোগিতায় বহরমপুর থানার অন্তর্গত সিনি বলরামপুর অফিস ট্রেনিং সেন্টারে গত ২৯ শে জুন থেকে ৩০ শে জুন ২০২২ এর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয। এই প্রশিক্ষন শিবিরে নামামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত বহরমপুর ব্লক এর বিভিন্ন গঙ্গা গ্রাম পঞ্চয়েতের অন্তর্গত গঙ্গাদুত দের প্রশিক্ষন এবং প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এই শিবিরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী এর দ্বারা প্রশিক্ষন প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় দীপ প্রজ্জ্বলন- এর মাধ্যমে।

নিজস্ব চিত্র 

এই দিন নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ এর জেলা যুব আধিকারিক মাননীয় দীনবন্ধু সাহা, জেলা শিশু সুরক্ষা আধিকারিক মাননীয় অর্জুন দত্ত, সিনী অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর মাননীয় জয়ন্ত চৌধুরী, হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় রাজা দাস, কনজ্যুমার এফেয়ার্স অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর মাননীয় সোমপ্রকাশ ভট্টাচার্য ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলীএবং কিছু বিশিষ্ট সমাজসেবী দের উপস্থিতি লক্ষ্য করা যায়।নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ এর নমামি গঙ্গা প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক মাননীয়া সাত্যকি জানা মহাশয়া এর মতে এই আবাসিক প্রশিক্ষন শিবিরে বহরমপুরে ব্লকের বিভিন্ন গঙ্গা নদী সংলগ্ন গ্রাম গুলি থেকে আগত যুব ও তরুণ গঙ্গাদূত দের দল এই প্রকল্পের উদ্দেশ্য ও মূল লক্ষ্য সম্পর্কে ও গঙ্গা নদীর সঙ্গে এর সহায়ক নদী গুলির ভূমিকা ও সমাজকল্যাণ এর জন্য প্রত্যেক এর সামাজিক দায়িত্বও সম্পর্কে সচেতন হয়েছে ও এই প্রশিক্ষন এর মাধ্যমে বিভিন্ন গঙ্গা গ্রাম থেকে আগত গঙ্গাদুত দের গঙ্গা নদী দূষণ, নদী পুনর্জীবন এর ধারণা ক্রমশ পরিষ্কার হচ্ছে।এছাড়া অফিস সূত্রে জানা যায় আগামী দিনে বিভিন্ন কর্মসূচি তে খুব উৎসাহের সহিত সকলের অংশগ্রহণ লক্ষ্য করা যাবে বলে আশা করা যায়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here