সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
সাগরপাড়া থানার খয়রামারী অঞ্চলের ৩১৫ নং সীতানগর আইসিডিএস সেন্টারে শিশুদের খাবারে তেল এবং ডাল কম দেওয়ার অভিযোগে আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী অঞ্চলের সীতানগর আইসিডিএস সেন্টারে। অভিভাবকদের অভিযোগ,এই সেন্টারে পরিমাণ মত খাবার দেওয়া হয় না। শিশুদের খিচুড়িতে ডাল,তেল,আলু কম দেওয়া হয়।
এছাড়াও বৃষ্টি হলে আইসিডিএস সেন্টার বন্ধ রাখা হয়। ফলে শিশুরা ওইদিন খাবার থেকে বঞ্চিত থাকে। এই কারণে তাঁরা বাধ্য হয়ে তালা লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানান। এছাড়াও ৩১৫ নং সীতানগর আইসিডিএস সেন্টারের শিক্ষিকা এবং রাঁধুনির মধ্যে প্রায় প্রতিদিনই খারারে ডাল,তেল দেওয়া নিয়ে ঝামেলা লেগেই থাকে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যদিও এবিষয়ে সেন্টারের কর্মী টগরা বিবি বলেন,”আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে নিচু করতেই এসব রটাচ্ছে রাঁধুনি(সহায়ক)। আমি ঠিক ভাবেই সেন্টার চালিয়ে আসছি।“ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584