প্রচেষ্টা’-র ফর্ম জমা ঘিরে উত্তেজনা বালুরঘাট বিডিও অফিসে

0
64

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনে রাজ্য সরকারের জারি করা সহয়তা ‘প্রচেষ্টা’ প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে মৃদু লাঠি চার্জ করতে হয়, যদিও পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জের কথা অস্বীকার করা হয়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে।

Pracheasta Form | newsfront.co
নিজস্ব চিত্র

বিডিও অফিসে প্রচেষ্টা ফর্ম জমা দিতে আসা বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকার থেকে আসা গ্রাম বাসিন্দাদের অভিযোগ। আজ থেকে রাজ্য সরকারের নতুন ‘প্রচেষ্টা’ প্রকল্পের ফর্ম বিডিও অফিসে জমা নেওয়া শুরু করা হবে বলে জানতে পেরে তারা বালুরঘাট বিডিও অফিসে আসেন।

Form distribution | newsfront.co
ফর্ম জমার আয়োজন। নিজস্ব চিত্র

প্রথমে ফর্ম জমা নেবার ব্যাপারে বিডিও অফিসে কোন ব্যবস্থ্যা গ্রহন করা হয়নি। পরে বিডিওর সাথে এবিষয় নিয়ে দেখা করলে তার কথা মত ফর্ম জমা নেওয়া শুরু হয়। কিন্তু কিছুক্ষন পর ফের জমা নেওয়া বন্ধ করলে জমা দিতে লোকজন ক্ষোভে ফেটে পড়ে। এই নিয়ে বিডিও অফিসে উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুনঃ কলাকাটায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়কে মাছের গাড়ি আটকে বিক্ষোভ

খবর পেয়ে বালুরঘাট থানা থেকে পুলিশ আসে ঘটনাস্থলে। বিডিও অফিসে মানুষজনের অভিযোগ পরে ফের আবার ফর্ম জমা নিলেও তার প্রাপ্তি স্বীকার করে কোন কাগজ দিতে না চাওয়াকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে ওঠে বিডিও অফিস প্রাঙ্গণ।

তাদের আরও অভিযোগ এরপরেই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করলে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন। তাদের অভিযোগ, ফর্ম জমা দেওয়ার বিষয়ে সাহায্যকারীকে পুলিশ মারধর করে।যদিও এবিষয়ে বিডিও অফিসের কোন বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here